ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে ফার্স্ট বয়, সেই লাস্ট বয়


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮, ১০:৩৬ এএম
যে ফার্স্ট বয়, সেই লাস্ট বয়

মানিকগঞ্জ: যে ফাস্ট বয়, সেই লাস্ট বয়।  মানে একটি শ্রেণিতে একজনই শিক্ষার্থী। শুনতে অবাক লাগলেও, মানিকগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির চিত্রটা এমনই।

জেলার ঘিওর উপজেলার দুর্গম এলাকায় প্রতিষ্ঠিত নিমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে মোট শিক্ষার্থীর সংখ্যা ২২ জন হলেও দ্বিতীয় শ্রেণিতে শাওন মোল্লা ছাড়া কোনো শিক্ষার্থী নেই।

সরেজমিন দেখা গেল নিমতা গ্রামের উত্তর দিকে খোলা চকে (ফসলের মাঠ) এক তলাবিশিষ্ট চার কক্ষের নিমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিকক্ষে ৯টি বেঞ্চ থাকলেও শাওন মোল্লা নামে একজন শিক্ষার্থীকে ইংরেজি পড়াচ্ছেন শিক্ষক বেলী মণ্ডল। অন্য শ্রেণিকক্ষে দুইজন, তিনজন করে শিক্ষার্থী উপস্থিত রয়েছে।

শিক্ষার্থী শাওন মোল্লা জানায়, শিশু শ্রেণিতে গত বছর সে ও আরেকজন ভর্তি হয়েছিল। দ্বিতীয় শ্রেণিতে ওঠার পর তার বন্ধু অন্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এখন সে একা ক্লাস করে। এতে তার ভালো লাগে না। ক্লাসে সহপাঠী থাকলে তাদের সঙ্গে যেমন পড়াশোনায় প্রতিযোগিতা করা যেত, তেমনি তাদের সঙ্গে খেলাধুলাও করা যেত।

এ ব্যাপারে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মণ্ডল জানান, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বেসরকারি বিদ্যালয় থেকে সরকারীকরণ হয় ২০১৩ সালে। ওই সময় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্য ছিল দেড়শ' বেশি। এখন সকালের শিফটে আটজন ও দুপুরে শিফটে ১৪ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে দ্বিতীয় শ্রেণিতে মাত্র একজন শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি না হওয়া প্রসঙ্গে তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা ও ক্যাচমেন্ট এলাকায় জনবসতি কম থাকায় শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। বর্তমানে শিক্ষকের সংখ্যা চারজন।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ছবেদ আলী জানান, বিদ্যালয়টির বয়স ৪৫ বছর হলেও এখানে যাওয়া-আসার কোনো রাস্তা হয়নি। তিনি মনে করেন, বিদ্যালয়টিতে যাতায়াতের জন্য রাস্তা হলে আগামীতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা