ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানির প্রতিবাদ করায় ৫ ছাত্রকে ন্যাড়া করলো বিএনপি নেতা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৮, ০৭:১৫ পিএম
যৌন হয়রানির প্রতিবাদ করায় ৫ ছাত্রকে ন্যাড়া করলো বিএনপি নেতা

যৌন হয়রানির প্রতিবাদ করে দোষী হয়েছে ৫ স্কুলছাত্র। শাস্তি হিসেবে সালিস বৈঠকে স্কুলেই মারপিঠের পর তাদের ন্যাড়া করে দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা ও একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

জানা গেছে, রোববার (৩০ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আব্দুল জব্বার ঢোলারহাট ইউনিয়নের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আখানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী রুবেল রানা, মো. সবুজ, সারোয়ার, আসিফ ও আশরাফুল ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

তাদের অভিযোগ, গত শনিবার প্রাইভেট শেষে তারা বাড়ি ফিরছিল। পথে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করছিল রুহিয়া পশ্চিম ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে  লিটন (১৫)।

ছাত্রদের দাবি, তারা লিটনের এমন আচরণের প্রতিবাদ করে। পরে লিটন সেখান থেকে চলে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার দুপুর ২টার দিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ওই পাঁচ ছাত্রকে তার বিদ্যালয়ে ডেকে পাঠান।

এরপর বিদ্যালয়ের একটি কক্ষে স্থানীয় মাতব্বরদের নিয়ে সালিস বৈঠক করেন। সেখানে পাঁচ ছাত্র ঘটনার বর্ণনা দিয়ে নিজেদের নির্দোষ দাবি করে। তবে প্রধান শিক্ষকসহ অন্যরা তাদের দোষী সাব্যস্ত করে।

এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল জব্বার ক্ষিপ্ত হয়ে ৫ ছাত্রকে মারপিট করেন এবং স্থানীয় এক নাপিতকে বিদ্যালয়ে ডেকে এনে সবার উপস্থিতিতে তাদের ন্যাড়া করান।

কান্নাজড়িত কণ্ঠে রুবেল রানা বলে, আমরা কোনো দোষ করিনি। এরপরও অপরাধী বানানো হলে প্রধান শিক্ষক আব্দুল জব্বার এবং অন্যদের হাত-পা ধরে কান্না করেছি। কিন্তু, তারা কোনো কিছুই বুঝতে চাননি। আমাদের ন্যাড়া করে দিয়েছেন। এখন এলাকাবাসী আমাদের নিয়ে নানা কথা বলছে। সহপাঠীরাও কটূক্তি করছে। লজ্জায় মুখ দেখাতে পারছি না।’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সেই ছাত্রী বলে, ‘লিটন আমার পথরোধ করে গোলাপ ফুল দেয়ার চেষ্টা করে। খারাপ প্রস্তাব করে। এর প্রতিবাদ করে ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্র। এরপর আমি নিরাপদে বাড়িতে আসতে পারি। এখন শুনলাম প্রতিবাদকারী ছাত্ররাই দোষী সাব্যস্ত হয়েছে, খুবই খারাপ লাগছে।

ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারেক বলেন, অন্য বিদ্যালয়ের ছাত্রদের ডেকে নিয়ে প্রধান শিক্ষক আব্দুল জব্বার ন্যাড়া করে দিয়েছেন। তার মতো শিক্ষকের কাছে এমন আচরণ মোটেও কাম্য নয়। আমরা এর বিচার চাই।

গে নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা