ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুবির নামফলক থেকে খালেদা জিয়ার নাম মুছে দিলো ছাত্রলীগ


গো নিউজ২৪ | শাহাদাত বিপ্লব, কুবি প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৮, ০৭:৩০ পিএম
কুবির নামফলক থেকে খালেদা জিয়ার নাম মুছে দিলো ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বেলতলী বিশ্বরোড সংলগ্ন গেইটের ভিত্তিপ্রস্তরে থাকা বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকারের মন্ত্রীদের নামফলকের একাংশ মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহষ্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের গেইটে লাগানো পোস্টার তুলে পরিষ্কার করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে এ সময় গেইটে দেয়া ভিত্তিপ্রস্তরের নামফলকের একাংশ রং লাগিয়ে মুছে ফেলা হয়।

এদিকে নামফলক থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলায় ক্ষোভ প্রকাশ এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. নূরুল আলম চৌধুরী নোমান এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় ছাত্রলীগ প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নামফলক মুছে ফেলে চরম হীনমন্যতার পরিচয় দিয়েছে।

বিবৃতিতে অতি দ্রুত খালেদা জিয়ার নাম প্রতিস্থাপন না করলে ছাত্র ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বাধ্য থাকবে বলে জানানো হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বিশ্ববিদ্যালয়ের গেইটটি অনেক দিন ধরে অরক্ষিত অবস্থায় ছিলো। সেখানে ছাত্রদলের পোস্টার লাগানো ছিলো। যখন আমরা সেগুলো পরিষ্কার করি পোস্টারের কাগজগুলো নামফলকের গর্তে ঢুকে যাওয়ায় অসুন্দর দেখাচ্ছিলো। তাই একপাশে রং করে দিয়েছি। অপর পাশের নামফলকে আমরা কিছুই দেই নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। ঘটনা তদন্ত করে যদি এমন কিছু পাওয়া যায় তবে ব্যবস্থা গ্রহণ করবো।

 

গো নিউজ২৪/আই


 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা