ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পরিবার নিয়ে যারা খেলছে তাদের ছাড় দেওয়া হবে না‍‍’


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ১১:৩৬ এএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৮, ১১:৫৫ এএম
‘পরিবার নিয়ে যারা খেলছে তাদের ছাড় দেওয়া হবে না‍‍’

ঢাকা: নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ভাবী আমার মায়ের মতো, আজমেরী আমার জান, অতি দরদী সাবধান। সে যেই হোক না কেন যারা ওসমান পরিবারকে খাটো করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল অ্যামিউজম্যান্ট পার্কে এক মতোবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা জানি কারা খেলছে। ওসমান পরিবারকে ধ্বংস করতে দেয়া হবে না। আমরা দুই ভাই (সেলিম ওসমান ও শামীম ওসমান) মাঠে নামব। দেখবো তখন কে কত খেলতে পারেন।

তিনি বলেন, কেউ কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছেন। এসব বন্ধ করেন। আপনারা এখনও সেলিম ওসমানকে দেখেন নাই। অনেক মাফ করেছি, আর মাফ করবো না। আমি ওসমান পরিবারের সবচেয়ে খারাপ ছেলে। পরিবারের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করবেন না। রাজনীতি কী জিনিস আমি তা জানি। আমি সহজে কিছু বলি না। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমার মতো কঠোর আর কেউ হতে পারে না। সেলিম ওসমান অনেক কিছু জানে। আমার পরিবারকে নিয়ে যারা খেলছেন তারা আর খেলেন না। প্রয়োজনে দলীয় নেতাদেরও কৈফিয়ত জারি করতে হবে।

সেলিম ওসমান বলেন, আমি কখনো বলি নাই আমি নির্বাচন করব। আমি নাসিম ওসমানের প্রক্সি দিতে এসেছি। আমি শুধুমাত্র নাসিম ওসমানের জন্য করছি। আমার পরে চতুর্থ পুরুষের আগমন ঘটবে। আর এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলে গিয়েছিলেন, নারায়ণগঞ্জ হচ্ছে ওসমান পার্টি। কিন্তু কেউ কেউ আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য কাজ করছে। নারায়ণগঞ্জের বায়তুল আমান থেকেই স্বাধীনতার স্বপ্ন দেখা হয়েছে। নারায়ণগঞ্জকে ধ্বংস করতে দেয়া হবে না।

আজমেরী ওসমান সম্পর্কে তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রয়াত নাসিম ওসমানের প্রথম মৃত্যু বার্ষিকীতে আমাদের পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে আমি আজমেরী ওসমানের নাম ঘোষণা করেছিলাম। আজমেরী ওসমানের পর আমাদের আরো প্রজন্ম আছে তার ছেলে আলিফ ওসমান।

এদিকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ওসমান পরিবারের গৃহবিবাদ প্রকাশ্যে এসেছে। এখানে জাতীয় পার্টির প্রয়াত সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে উপনির্বাচনে একই দল থেকে সাংসদ নির্বাচিত হন সেলিম ওসমান। কিন্তু এখন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান। তিনি সেলিমের ভাবি।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা