ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিজারের মাধ্যমে ৭টি বাচ্চা জন্ম দিলো ‘লিলি’


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৮, ০৭:০৪ পিএম
সিজারের মাধ্যমে ৭টি বাচ্চা জন্ম দিলো ‘লিলি’

রাজশাহীতে একটি পোষা কুকুর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম দিয়েছে সাতটি বাচ্চা। এখন পর্যন্ত কুকুর ও বাচ্চাগুলো সুস্থ রয়েছে। মহানগরীর উপকণ্ঠে নাড়িকেলবাড়িয়ায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভ্যাটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ভ্যাটেরিনারি ক্লিনিক অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, রাজশাহীতে এটাই প্রথম কোনো কুকুরের সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়ার ঘটনা।

জানা গেছে, প্রায় দুই বছর আগে বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান ছোট মেয়ে কঙ্কনের আবদারে বাড়িতে নিয়ে আসেন কুকুরটি। নাম রাখেন লিলি।

পোষা কুকুরটি বাড়ির সবার কাছে হয়ে উঠে অনেক প্রিয় ও আদরের। বাচ্চা প্রসবের সময় হয়ে আসলে আতিকুর যোগাযোগ করেন রাবি ভ্যাটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ভ্যাটেরিনারি ক্লিনিক অ্যান্ড ট্রেনিং সেন্টারে।

এতে সাড়া দেয় রাবির ভ্যাটেরিনারি ক্লিনিক কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর গত ৪ সেপ্টেম্বর লিলিকে নেয়া হয় ক্লিনিকের অপারেশন থিয়েটারে। প্রায় আড়াই ঘণ্টার অপারেশনে কুকুরটি সাতটি বাচ্চার জন্ম দেয়।

এই সিজারিয়ান অপারশেন করেন ক্লিনিকের দায়িত্বরত ডেপুটি ভ্যাটেরিনারি অফিসার ডা. হেমায়েতুল ইসলাম আরিফ। তার সহযোগী হিসেবে ছিলেন ক্লিনিক্যাল অ্যাটেন্ডেন্স জিয়াউর রহমান, ভ্যাটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের পিএইচডি ফেলো ড. ইসমাইল হক।

প্রায় আড়াই ঘণ্টা ধরে ওটিতে সি-সেকশন ডেলিভারির (সিজার করে) মাধ্যমে সাতটি ছানার জন্ম দেয় কুকুরটি।

অপারেশনের দুই ঘণ্টার মধ্যেই মা কুকুর লিলির জ্ঞান ফিরে আসে এবং সুস্থ হয়ে যায়। বাচ্চাগুলো প্রথম পর্যায়ে একটু দুর্বল থাকার কারণে তাদের বিশেষ পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল। এখন সাতটি বাচ্চাই পুরোপুরি সুস্থ। তবে আরো ১৫ দিনের মতো তাদের বিশেষ যত্নের প্রয়োজন আছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা