ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গা ঢাকা দিয়েছেন হবিগঞ্জের সেই চিকিৎসক


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৮, ০৩:৪৭ পিএম আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৮, ০৩:৫০ পিএম
গা ঢাকা দিয়েছেন হবিগঞ্জের সেই চিকিৎসক

সুস্থ শিশুকে অসুস্থ দেখিয়ে ইনজেকশন মারার কথা বলে দুই চিকিৎসকের কথোপকথন ফাঁস হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন হবিগঞ্জের বেসরকারি অরবিট হাসপাতালের চিকিৎসক ডা. খায়রুল বাশার। গত দুই দিন ধরে তিনি হাসপাতালে আসছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ নেই তার। 

স্থানীয়দের দাবি, বিষয়টি আড়াল করতেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসককে কয়েকদিন আসতে নিষেধ করেছেন। 

উল্লেখ্য, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুলতলীর এলাকার রুবেল মিয়া ও শিরিনা আক্তারের ৪০ দিন বয়সী শিশু ইসমত নাহার জিবা ৩১ আগস্ট ঘন ঘন হেচকি দিতে থাকে। এরপর শিশুটির মা তাকে অরবিট হাসপাতালে ডা. খায়রুল বাশারের কাছে যান। পরদিনও শিশুটির কোনও উন্নতি না হওয়ায় শিরিনা আবারও কথা বলেন চিকিৎসকের সঙ্গে। এসময় ডা. খায়রুল বাশার জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত মৌলভীবাজারের একটি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। আর্থিক সঙ্গতি না থাকায় মৌলভীবাজার ছুটে যান শিশুর মা। সেখানেই ডা. বিশ্বজিতের সঙ্গে কথা বলেন ডা. খায়রুল বাশার। সুস্থ জিবাকে হাসপাতালে ভর্তি করতে বলেন তিনি। সে অনুযায়ী, রাতে ওই ক্লিনিকে ভর্তি করা হয় জিবাকে।

পরে দুই চিকিৎসকের কথোপকথন ফাঁস হয়ে যায়। দুই চিকিৎসকের অডিও ক্লিপটি শুনে বোঝা যায়,  অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য ডা. বাশার শিশুটিকে ভর্তি করে রাখতে বলেন অপর চিকিৎসক বিশ্বজিতকে এবং শিশুটি সুস্থ আছে তা না বলে ইনজেকশন মারার পরামর্শ দেন।

এবিষয়ে অরবিট হাসপাতালের মালিক মহিবুর রহমান হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও ধরনের মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির প্রধান ডা. আব্দুস সামাদ বলেন,  মঙ্গলবার থেকে তদন্ত কমিটির কাজ শুরু করেছে। অভিযুক্ত চিকিৎসক ও অরবিট হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার যেকোনও সময় তাদের সঙ্গে কথা বলা হবে। তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যেই তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে।

 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা