ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বামীর জন্য মাঠে সহধর্মিনীরা


গো নিউজ২৪ | সিলেট প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ১১:৫৭ এএম
স্বামীর জন্য মাঠে সহধর্মিনীরা

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থীদের হয়ে মাঠে নেমেছেন তাদের সহধর্মিনীরাও। বিশেষ করে বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের স্ত্রীদের সক্রিয়তাই এক্ষেত্রে সবচেয়ে বেশি। নির্বাচনী ময়দানে এ দুই নারীর সরব উপস্থিতি নজর কেড়েছে সিলেটবাসীর।

তারা হলেন আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান ও বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক। নির্বাচনী প্রচারণা চালাতে গোটা সিলেট নগরী চষে বেড়াচ্ছেন দুজনই। নারী ভোটারদের নজর কাড়তে তারা নারী অগ্রগতি ও উন্নতির প্রতিশ্রুতিও দিচ্ছেন।

আসমা কামরান সিলেটের ভোটারের কাছে পরিচিত মুখ। বর্তমান সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। ২০০৮ সাল থেকে আসমা কামরানের পরিচিতি বাড়ে। ওয়ান-ইলেভেনের সময় কামরান সরকারী হেফাজতে থাকা অবস্থায় নির্বাচন করেন। ওই সময় আসমা কামরান ছিলেন ফ্রন্টলাইনে। স্বামীর অনুপস্থিতিতে তিনি নগরজুড়ে নির্বাচনে প্রচারণা চালান। এবারও নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি প্রতিদিনই সকালে বাসা থেকে বের হন, ফেরেন সন্ধ্যার পর। মাঝে মধ্যে মহিলাদের নিয়ে পথসভাও করছেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে আসমা কামরান বলেন, এবার সিলেটের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। প্রচারণায় যেদিকেই যাচ্ছি, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।

সিলেটের বিএনপি দলীয় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী রাজনীতিবিদের স্ত্রী হলেও ঘর-সংসার সামলাতেই এতদিন ব্যস্ত ছিলেন। ২০১৩ সালের সিটি নির্বাচনের মধ্য দিয়ে তিনিও স্বামীর সঙ্গে মানুষের কাছাকাছি চলে এসেছেন। গেল নির্বাচনে শ্যামা হক চৌধুরীর প্রচারণা নজর কেড়েছিল সিলেটবাসীর। এবারও শ্যামা ঘরে বসে নেই। প্রচারণার শুরুর প্রথম দিন থেকেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয়।

তবে শ্যামা হক চৌধুরী বলেন, সিলেটের মানুষ ব্যক্তি আরিফের উন্নয়নে সন্তুষ্ট। এ কারণে নির্বাচনী প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। শ্যামা জানান, সিলেটের মানুষ আরিফের পক্ষে রয়েছেন। কিন্তু ভয়ে অনেকেই মুখ খোলেন না।

এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। নির্বাচন সামনে রেখে সার্বক্ষণিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা সবাই। নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময়, লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের নিজ পক্ষে টানার চেষ্টা করছেন তারা। তবে প্রচারণায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী। ৩০ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতাও এ দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা নগরবাসীর।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা