ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবিতে হামলা-লাঞ্চনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন


গো নিউজ২৪ | নাজমুল মৃধা পাভেল, রাবি প্রতিনিধি:  প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৪:১৬ পিএম আপডেট: জুলাই ১৬, ২০১৮, ১০:১৬ এএম
ঢাবিতে হামলা-লাঞ্চনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যায়ের শহীদ মিনারে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 

সোমবার বেলা ১১ টায় বিশ্ববদ্যিালয়ের রবীন্দ্রভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হোসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাশেদ রিন্টু, গোলাম মোস্তফা, চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরিদ, মোল্লা মো. সাঈদ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আল আজাদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছাত্রলীগের কি চরিত্র সেটা আমরা আমাদের পরিবার থেকে দেখে এসেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিদুল হকের উপর লাঞ্চনাকারী যে ছাত্রলীগকে দেখেছি, সেই ছাত্রলীগের সাথে ঐতিহ্যবাহী ছাত্রলীগের কোন মিল নেই। ক্ষমতাসীনদের দেখা উচিত এই ছাত্রলীগের ভিত্তিটা কোথায়। একজন শিক্ষকদের উপর বর্বরোচিত, নির্লজ্জ এবং বেহায়ার মত যারা হাত তুলতে পারে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে এদের প্রকৃত চেহারা-চরিত্র বের করে আনা। 

বক্তারা আরও বলেন, কি করে তারা সাহস পায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করার। আমরা জানি শহীদ মিনার একটি পবিত্র জায়গা। শিক্ষা, শান্তি ,প্রগতি ছাত্রলীগের এই মূলনীতিতে ছাত্রলীগ বিশ্বাস করে। প্রগতির বার্তা বাহক শহীদ মিনারে দাড়িয়ে শিক্ষকরা মানববন্ধন করে। সেই মানবন্ধনের উপরে কিভাবে তারা হামলা করতে পারে? তাহলে বুঝা যায় আমাদের স্বাধীনতার যে চেতনা তা কোথায় হারিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা আমাদের শিক্ষকদের উপর হামলা চালিয়েছে এরা কোন সংগঠন থেকে উঠে আসা ছাত্রলীগ, এদের মুখোশ উন্মোচন করে সরকারের কাছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা