ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রায়পুরের মেঘনায় ইলিশ নেই, জেলে শুন্য নৌকা!


গো নিউজ২৪ | রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ১২:০৫ পিএম
রায়পুরের মেঘনায় ইলিশ নেই, জেলে শুন্য নৌকা!

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনায় ইলিশের দেখা নেই দেড় মাস। ভরা মৌসুমে নদীতে মাছ শিকারে গিয়ে হতাশা নিয়ে ফিরছেন জেলেরা। লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক জেলে। পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন-যাপন চলছে তাদের। এতে বেকার হয়ে পড়েছেন রায়পুর উপজেলাসহ জেলার ৬৫ হাজার জেলে।

এদিকে জেলেরা মাছ শিকার করতে না পারায় অলস সময় কাটছে আড়তদারদের শুন্য আড়তগুলো। বন্ধ হয়ে গেছে মাছ ঘাটের হাকডাক। মহাজনরা জেলেদের লাখ লাখ টাকা দিয়ে অনেকটাই খালি হাতে বসে আছে। যেখানে প্রতিদিন বেচা-কেনা এক থেকে দেড় কোটি টাকার ইলিশ। সেখানে মাত্র ২০ থেকে ৪০ হাজার টাকার ইলিশ বেচা-কেনা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, জুন থেকে আগষ্ট এ তিন মাস মেঘনা নদীতে মাছ শিকারের মৌসুম । কিন্তু নদীতে মাছ না থাকায় মাছ শিকারে গিয়ে হতাশ হয়ে পড়েছেন জেলেরা। বিভিন্ন সময় নিষেধাজ্ঞা কাটিয়ে ভরা মৌসুমে অনেক আশা নিয়ে মাছ শিকারে নামলেও জালে আশানুরুপ ধরা পড়ছে না রুপালী ইলিশ। খরচের তুলনায় মাছ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় জেলেরা। মহাজনের দাদনসহ লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে চিন্তিত তারা। দাদনের টাকা পরিশোধ করতে না পারায় পালিয়ে বেড়াচ্ছে অনেকে। কেউ আবার ক্ষনিকের জন্য পেশা বদল করে দ্বিনমজুরসহ নানা পেশায় জীবিকা নির্বাহ করতে হচ্ছে। মেঘনায় ইলিশ শুন্য থাকায় জেলে শুন্য হয়ে পড়েছে নৌকাও। নদীর কূলে ভীড় জমিয়েছে হাজার হাজার নৌকা। মাছ ধরার উপাদানগুলো গুছিয়ে রেখে বাড়ীতে চলে আসতে হচ্ছে জেলেদের।

সোমবার রায়পুরের হাজীমারা ও কুচিয়ামারা এলাকার জেলেরা জানান, ভোর রাত থেকে পরের দিন ৮ টা পর্যন্ত নদীতে জাল ফেলে যে পরিমান মাছ পাচ্ছেন তা বিক্রি করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম হচ্ছে। এক একটি নৌকায় ৭/৮ জন জেলে থাকে। জ্বালানিসহ দৈনিক খরচ তাদের ৮ থেকে ১০ হাজার টাকা। সারারাত মাছ শিকার করে পায় ৬ থেকে ৭ হাজার টাকা। এতে বাকী টাকা লোকসান গুনতে হয় তাদের। গত দেড় মাস যাবত নদীতে মাছ শিকারে গিয়ে তারা খালি নৌকা নিয়ে ফিরে আসেন, আবার কেউ খরচের তুলনায় মাছ না পাওয়ায় নদীতেও যাচ্ছেনা। নদীর পাড়ে জাল বুনিয়ে সময় পার করছেন জেলেরা। সংসারের টানে দ্বিন মজুরীসহ নানা পেশায় গিয়ে সংসার চালাচ্ছেন কেউ কেউ। বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করলেও কেউ তাদের খোজ-খবর নেয় না।

ইলিশ কম পাওয়ার বিষয় স্বীকার করে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জুন-জুলাই দু’ মাস নদীতে ইলিশ কম পাওয়া যায়। ইলিশ ভ্রমনশীল এবং মাইগ্রেট ফিস। পূর্নিমার উপর নির্ভর করে। পানির প্রবাহ থাকলে ও বৃষ্টিপাত হলে আগামী দুই সপ্তাহের মধ্যে নদীতে মাছ পাওয়া যাবে।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা