ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেলা-সুন্দরীর দায়িত্ব নিলেন ডাক্তার দম্পতি


গো নিউজ২৪ | রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ১০, ২০১৮, ০৪:০৯ পিএম আপডেট: জুলাই ১০, ২০১৮, ১০:০৯ এএম
বেলা-সুন্দরীর দায়িত্ব নিলেন ডাক্তার দম্পতি

শেরপুরে মাথা জোড়া লাগা যমজ কণ্যা শিশুর দায়িত্ব নিয়েছেন এক ডাক্তার দম্পতি। গত শনিবার (৭ জুলাই) সকালে শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ ফ্যামেলি নাসিং হোমে শহরের চাপাতলী এলাকার গরিব গার্মেন্টস কর্মী রুবেলের স্ত্রী রেহানা ওই যজম কন্যা শিশুর জন্ম দেন।
 
সিজারের মাধ্যমে সফলভাবে কোন ধরণের জটিলতা ছাড়াই মাথা জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম হয়।

যমজ শিশুর মা কিছুটা সুস্থ্য হলেই উন্নত চিকিৎসার জন্য শিশু দু’জনকে খুব দ্রুত ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন ফ্যামেলি নাসিং হোমের স্বত্ত্বাধিকারী ডাক্তার এম এ বারেক তোতা।

তিনি জানিয়েছে, এক মাথা ওয়ালা দুই যমজ শিশু এখন ভাল আছে। দুজনেই হাসছে-খেলছে মায়ের দুধ খাচ্ছে। শিশু দু’টি জন্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে তাদের দেখতে উৎসুক শতশত মানুষ নাসিং হোমে ভীড় করছে। 

এদের একজনের নাম রাখা হয়েছে বেলা এবং আরেক জনের নাম সুন্দরী অর্থাৎ বেলা-সুন্দরী। নাসিং হোমের ১ নং কেবিনে বেলা-সুন্দরী ও তাদের মাকে রাখা হয়েছে। 

এদিকে এমন অস্বাভাবিক শিশু দুটি নিয়ে গরীব পরিবারের লোকজনের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। কি হবে কোথায় যাবে এ নিয়ে চিন্তার অন্ত নেই। তবে এই অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ণ ইউনিটের প্লাাষ্টিক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার মো. শরিফুর রহমান ও তার স্ত্রী শেরপুর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ নাইনা হোসেন।

সোমবার দুপুরে ডাক্তার শরিফ ও তার  স্ত্রী জানিয়েছেন, মেয়ে দু’টির চিকিৎসাসংক্রান্ত যাবতীয় ব্যায় বহন করবেন তারা। ইতোমধ্যে ডাক্তার নাইনা ও একজন শিশু বিশেষজ্ঞ মা ও বেলা-সুন্দরীকে পর্যক্ষেণ শুরু করেছেন। আগামি শুক্রবার (১৩ জুলাই) তাদের প্রাথমিক পরীক্ষা করে মা এবং শিশু দু’টিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হবে বলে ডাক্তার শরিফ জানিয়েছেন।
 
ডাক্তার শরিফ বলেন, গাইবান্ধার তোলপাড় করা সেই তোহা ও তোহরা ন্যায় সঠিক সময়ে বেলা-সুন্দরীর বড়সড় অপারেশন হয়ত করা হতে পারে। এছাড়া ইতিমধ্যে সোমবার রাতে বিষয়টি ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ও প্লাষ্টিক সার্জারি বিভাগের প্রধান ডাক্তার সামন্ত লাল সেন ও নিউরো সার্জারি বিভাগের দৃষ্টি গোচর হয়েছে এবং দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন বলে ডাক্তার শরিফ সাংবাদিকদের জানিয়েছেন। 

ডাক্তার দম্পতির বাড়ি শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলায়। এক মাথায় জোড়া লাগা দুই শিশুর চিকিৎসা ডাক্তার দম্পতি করবেন এমন খবরে পরিবারের লোকজন আশায় বুক বেঁধেছেন।
   
গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা