ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মজুদ থাকলেও ভোলার বিসিকে নেই গ্যাসের সংযোগ


গো নিউজ২৪ | ভোলা থেকে ফয়সল বিন ইসলাম নয়ন প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০৩:৪৫ পিএম আপডেট: জুন ২৩, ২০১৮, ০৯:৪৫ এএম
মজুদ থাকলেও ভোলার বিসিকে নেই গ্যাসের সংযোগ

ভোলায় বিপুল পরিমান গ্যাসের মজুদ থাকলেও শিল্প নগরি বিসিকে উদ্যোক্তারা গ্যাসের সংযোগ পায়নি। এতে শিল্প উদ্যোক্তারা রয়েছে চরম বিপাকে রয়েছে।

গ্যাস সংযোগ না পেয়ে বিদ্যুৎ দিয়ে এখানকার কল-কারখানা চললেও চাহিদা মতো বিদ্যুৎ না পেয়ে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। তাই বিসিকের খালি প্লট গুলো এখন পশু চারণ ভূমিতে পরিনত হয়েছে। পাশাপাশি চলছে বহিরাগতদের বালি পাথরের রমরমা ব্যবসা ।

ভোলার খেয়াঘাট সড়কের চৌমোহনী চরনোয়াবাদ এলাকায় ১৪.৪৫ একর জমির উপর ১৯৯২ সনে বিসিক শিল্পনগরির উদ্বোধন হয়। বরাদ্ধের জন্য মোট ৯৩টি প্লট করা হয়।

এর মধ্যে ৩৫টি শিল্প ইউনিট হিসাবে বরাদ্ধ হয়। বর্তমানে ২২টি প্লট খালি রয়েছে। গ্যাস সংযোগ,চাহিদা মতো বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধার আশায় প্রথম দিকে অনেকেই  বিসিকে শিল্প কারখানা গড়ে  তোলেন।

কিন্তু গ্যাস পাওয়া তো দূরের কথা চাহিদামতো বিদ্যুৎ পাচ্ছেনা উদ্যোক্তারা। এদিকে প্লট বরাদ্দ নেয়া হলেও ৯টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। কিন্তু বর্তমানে পিভিসি পাইপ এন্ড সরদার আয়রন টাইলস, জননী পেট্রো কেমিক্যাল,বিসমিল্লাহ প্রিন্টিং এন্ড প্যাকেজিং, শাহাজালাল প্লাষ্টিক, সেমাই প্রস্তুত কারক এ.এইচ এন্টার প্রাইজসহ ৫টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। বন্ধ হয়ে গেছে ৪টি শিল্পকারখানা।

এতে করে বহু লোক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে যায়। বিসিকের একটি টাইলস ও পাইপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাভের আশায় গড়ে উঠলেও গ্যাস না পাওয়ায় লোকসানের মুখে পড়ে কারখানা মালিক। এতে একদিকে বিদ্যুৎ ব্যবহার করে পণ্য উৎপাদন করায় বহু টাকার বিল দিতে গিয়ে হিমসিম খাচ্ছে এ মালিক অপরদিকে উৎপাদনও কম হচ্ছে।

এ ব্যাপারে ভোলার শিল্পউদ্যোক্তারা ব্যবসায়ীরা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে তাদেরকে দ্রুত গ্যাস সংযোগ না দিলে শিল্পকারখানার প্রসার ঘটবে না।

এ দিকে বিসিকে পড়ে থাকা ফাঁকা প্লটগুলো এখন গোচারণ ভূমিতে পরিণত  হয়েছে অপর দিকে কোন সিমানা প্রাচির না থাকায় প্রভাবশালীরা বিসিকের খালি পড়ে থাকা প্লটগুলোতে বালি পাথরের ব্যবসা করে বিসিকের রাস্তাঘাট ভেঙ্গে চুরে পরিবেশের ক্ষতি করছে। কিন্তু বিসিকের কর্মকর্তারা প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতেও পারছে না।

এ ব্যাপারে বিসিকের উপ-ব্যবস্থাপক কাজী তোফাজ্জল হক জানান, তাদের এখন সমস্যাই হচ্ছে। বিসিকের কোন গ্যাসের লাইন নেই। গ্যাসের জন্য তারা সুন্দরবন গ্যাস কোম্পানীকে চাহিদাপত্র দিলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ চোখে পড়ছে না।

এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিকী বলেন, বিসিকে গ্যাস সংযোগ দেয়ার জন্য তিনি মন্ত্রনালয়কে আমি জানিয়েছে। তার মতেও গ্যাস সংযোগ দেয়া হলে ছোট বড় অনেক শিল্পকল করাখানা বিসিকে গড়ে উঠবে।

ব্যবসায়ী ও উদ্যোক্তারা মনে করছে ভোলার বিসিকে সহজ পদ্ধতিতে গ্যাসের সংযোগ দেয়া হলে দ্রুত ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের শিল্প কলকারখানা গড়ে উঠবে। এতে করে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা