ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘুম ঘুম চোখেও বেপরোয়া চালক, দ্বিখণ্ডিত হওয়ায় এত হতাহত


গো নিউজ২৪ | গাইবান্ধা প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০১:২৬ পিএম আপডেট: জুন ২৩, ২০১৮, ০৭:২৭ এএম
ঘুম ঘুম চোখেও বেপরোয়া চালক, দ্বিখণ্ডিত হওয়ায় এত হতাহত

চালকের চোখে ঘুম ঘুম ভাব থাকলেও গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে। এছাড়া বাসে ছিলেন অতিরিক্ত যাত্রী। এসব কারণেই গাইবান্ধার পলাশবাড়ীতে দূর্ঘটনার শিকার হয় যাত্রীবাহী বাসটি। মর্মান্তিক এ দূর্ঘটনায় নারী ও পুরুষসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। মারাত্বক আহত হয়েছেন অন্তত ৩০ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

বাসের আহত যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে বাসটি ছাড়ার পর থেকে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত চালকের বেপরোয়া গতি দেখে অনেকেই গতি কমাতে বলেন। কিন্তু চালক কারো কথা না শুনেই বাসটি বেপেরায়া গতিতে চালাতে থাকে। বগুড়া পার হওয়ার পর চালকের চোখে ঘুম ভর করে। এসময় বেপরোয়া গতির সঙ্গে দুই-তিনবার অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে বাসটি দূর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বলে জানান যাত্রীরা।

এ অবস্থায় পলাশবাড়ীতে পৌঁছার পর ফাঁকা সড়কেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রচণ্ড গতিতে সড়কের পাশের একটি বড় গাছে সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৯ জন ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়।

এ ব্যাপারে পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম জানান, খবর পেয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। এ সময় বাসের নিচ থেকে ৯ টি লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় নিহত ১৬টি লাশ হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। নিহতদের পরিচয় ও লাশ হন্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

তবে দুর্ঘটনাকবলিত বাসটি দ্বিখণ্ডিত হয়ে উল্টে যাওয়ায় বহু হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানান ওসি।

এদিকে এ ঘটনার পর জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করা হয়।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা