ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনায় হত্যকারীদের গ্রেফতারের দাবি


গো নিউজ২৪ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০৪:৪৬ পিএম আপডেট: জুন ২০, ২০১৮, ১০:৪৬ এএম
ভোলায় চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনায় হত্যকারীদের গ্রেফতারের দাবি

ভোলা সদরের বাপ্তা গ্রামে চাঞ্চল্যকর ডাবল মার্ডার ঘটনায় ৩৭ দিন পরও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এতে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবসী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে  হত্যাকারী মামুন ও ফিরোজেকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারসহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

এছাড়াও হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছে নিহতের পরিবার।

ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জাহিদের ভাই জাকির হোসেন অভিযোগ করেন, ডাবল হত্যাকান্ডের পর ৩৭ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে।

সবাই মনে করছিলো দুই একদিনের মধ্যে খুনিরা গ্রেফতার হবে কিন্তু এতোদিনেও খুনিরা গ্রেফতার না হওয়ায় জনসাধারনের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর ভুমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ সময় তিনি দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সংবাদ সম্মলনে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ১৩ মে পরিবারিক বিরোধের জের ধরে বড় ভাই মামুন তার ছোট ভাই মাসুম ও তার শ্যালক জাহিদকে হত্যা করে। এ ঘটনায় নিহত জাহিদের পিতা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গো নিউজ২৪/এমআর

 

 

 

 

 

 

 

 

 

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা