ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবের রাষ্ট্রপতি প্রার্থীর স্বাক্ষর জাল করে লিফলেট বিতরণ


গো নিউজ২৪ প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ০৮:১৫ পিএম
সাবের রাষ্ট্রপতি প্রার্থীর স্বাক্ষর জাল করে লিফলেট বিতরণ

গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শয্যাশায়ী ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে ৬ বার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও একবার রাষ্ট্রপতি পদ প্রার্থী ক্বারী মো. শাহজাহান। ঝালকাঠি সদর উপজেলার বাদলকাঠি গ্রামের বর্ষিয়ান এই রাজনীতিবিদ তিন মাস পূর্বে দ্বিতীয়বার স্ট্রোক করার পর থেকে বর্তমানে বাড়িতেই রয়েছেন।

এদিকে তার অসুস্থতার সুযোগ নিয়ে একটি কুচক্রি মহল ক্বারী শাহজাহানের স্বাক্ষর জাল করে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি শহরে একটি লিফলেট ছেড়েছে। মঙ্গলবার (১৯ জুন) ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ক্বারী মো. শাহজাহানের ছোট ছেলে শেখ মো. নুরুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার বাবা ক্বারী মো. শাহজাহান দীর্ঘ দিন ধরে কিছুটা মানসিক ভারসম্যহীন। যে কোনো নির্বাচন এলেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মরিয়া হয়ে ওঠেন। পরিবারের সদস্যরা শত চেষ্টা করেও তাকে নির্বাচন থেকে দূরে রাখতে পারি না। এখন পর্যন্ত তিনি ৫ বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ৬ বার সংসদ সদস্য প্রার্থী এবং একবার রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, আমার বাবা তিন মাস পূর্বে দ্বিতীয়বার স্ট্রোক করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাড়িতে শয্যাশায়ী। আর এ সুযোগে একটি কুচক্রি মহল আমার বাবার স্বাক্ষর জাল করে গত ১২ জুন একটি লিফলেট বিভিন্নস্থানে বিতরণ করেছে। ওই লিফলেটে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু মনগড়া হাস্যকর বক্তব্য এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের মাননীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি সম্পর্কে কিছু মিথ্যা মানহানিকর কথা বলা হয়েছে। ওই সব বক্তব্যের সঙ্গে ক্বারী মো. শাহজাহানের ছেলে হিসেবে আমার বা আমার পরিবারের কারো কোনো সম্পর্ক নেই। একটি মহল ফায়দা হাসিলের জন্য ঘোলা পানিতে মাছ শিকার করে আমাদের পরিবারকে বিপদে ফেলার এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা