ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, বিচার চেয়ে ঘুরছেন দ্বারে দ্বারে


গো নিউজ২৪ | ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০৬:২১ পিএম আপডেট: মে ২৪, ২০১৮, ১২:২১ পিএম
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, বিচার চেয়ে ঘুরছেন দ্বারে দ্বারে

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নে কাজল ফরাজীর ছেলে মিঠুন ধর্ষণ করে একই ইউনিয়নের শাহাবুদ্দিনের ১২বছরের মেয়েকে। মেয়ের ধর্ষণের বিচার চাইতে ধর্ষিতার মা ও বাবা স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদারের কাছে গেলে তিনি নানা অজুহাতে ভিকটিমের পরিবারকে ঘুরাতে থাকেন। সেইসাথে ধর্ষিতাকে চেয়ারম্যান নিজের হেফাজতে রেখে ধর্ষণের আলামত নষ্টের চেষ্টা করেছেন বলেও ভিকটিমের আত্বীয় স্বজন অভিযোগ করেন।

জানা গেছে, ধর্ষণের পর কয়েকমাস অতিবাহিত হওয়ার পর কিশোরীর মেডিকেল পরিক্ষায় অন্তঃসত্ত্বার পজেটিভ রিপোর্ট আসলের চেয়ারম্যান ফের নাটক শুরু করেন। এবার মিথ্যা কাজী ও হুজুর সাজিঁয়ে ৩ লাক্ষ টাকা কাবিনে বিয়ের আয়োজন করে ১২বছরের ধর্ষিতার।
 
এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ধর্ষক মিঠুনকে কৌশলে চট্রগ্রাম পাঠিয়ে দিয়ে ফের বিচারের নামে নানা তালবাহানা করতে থাকেন চেয়ারম্যান। এক পর্যায়ে ভিকটিমের বাবার কাছ থেকে ৫৫হাজার টাকাও হাতিয়ে নেন তিনি।
 
৬মাস পর বুধবার (২৩ মে) চেয়ারম্যানের হেফাজত থেকে পালিয়ে ভোলায় এসে সাংবাদিকদের এসব কথা জানান ধর্ষিতা কিশোরী ও তার পরিবার।

কিশোরীর বাবা শাহাবুদ্দিন বলেন, আমি ও আমার স্ত্রী ধর্ষণের বিচার চাইতে চেয়ারম্যান আলমগীর হাওলাদারের কাছে একাধিকবার গিয়াছি। তারা বিচারের নামে আমার কাছ থেকে ৫৫ হাজার টাকা নিয়েছে। মোটা অংকের টাকা খেয়ে ধর্ষক মিঠুনকে কৌশলে চট্রগ্রামে পাঠিয়ে দেয় চেয়ারম্যান।

কিশোরী বলেন, ৬ মাস আগে আমাকে ধর্ষণ করে মিঠুন। আমি ও আমার মা ধর্ষণের বিচার চাইতে চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যান বিচার করবে বলে ৬ মাস আমাকে আটকে রাখে। পরে গতকাল আমি পালিয়ে এসেছি।

এব্যাপারে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হাওলাদার জানান, আমি একটি বিয়ের আয়োজন করেছি। আমার কথা ছেলেরা শুনেনি আমি অনেক বার ছেলের বাবাকে বলেছি কিন্তু আসে না। 

 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা