ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে আর্থিক সহায়তা প্রদান


গো নিউজ২৪ | এম.শাহীন গোলদার, সাতক্ষীরা প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০৫:৫১ পিএম আপডেট: মে ২৪, ২০১৮, ১১:৫১ এএম
মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সমবেদনা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা জানিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে মুক্তামনির চিকিৎসার যাবতীয় দায়ভার গ্রহণ করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার চিকিৎসার যাবতীয় দায়ভার গ্রহণ করেন। তাই তার মৃত্যুর পরে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তামনির কবর পাকাকরণ, টাইলস সামগ্রী ক্রয় এবং মিলাদ মাহফিলের জন্য তার বাবা ইব্রাহিম হোসেনের কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৩ মে) সকাল সোয়া ৮ টার দিকে রক্তনালীতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামনি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে তার নিজ বাড়িতে মারা যায়। এ খবর জানাজানি হতেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী-পেশার লোক ভিড় জমায় মুক্তামনির বাড়িতে। 

এদিকে মুক্তামনির মৃত্যুতে তার পরিবারে এখনও চলছে শোকের মাতম। মৃত্যুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।


গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা