ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে গ্রেফতার যৌন নিপীড়ক প্রধান শিক্ষক


গো নিউজ২৪ | অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : প্রকাশিত: মার্চ ২৩, ২০১৮, ০৭:২৪ পিএম আপডেট: মার্চ ২৪, ২০১৮, ০৭:২৯ এএম
অবশেষে গ্রেফতার যৌন নিপীড়ক প্রধান শিক্ষক

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষককে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের দিনমজুর কাইয়ুম হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার স্থানীয় নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সানজিদা তার স্কুলের প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালীর বাসায় প্রাইভেট পড়ত। ঘটনার দিন ৮ মার্চ শিক্ষকের বাসায় অন্য কোন লোক না থাকার সুযোগ নিয়ে প্রাইভেট পড়া শেষ করলে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে সানজিদাকে পড়ার কথা বলে কৌশলে রেখে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী সানজিদাকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার পর গত ১৫ দিন যাবৎ সানজিদার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। 

বিষয়টি নিয়ে গো নিউজ২৪-এ “প্রধান শিক্ষক কর্তৃক যৌন নিপীড়ন, বিচার না পাওয়ায় স্কুল বর্জন” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সমালোচনা ব্যাপক শুরু হয়।
এর পর শুক্রবার সানজিদার মা মারুফা বেগম বাদী হয়ে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-৭ (২৩-০৩-২০১৮)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. নজরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বাড়ির সংলগ্ন বাগান থেকে ধাওয়া করে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেন।

সানজিদার মা মারুফা বেগম জানান, তিনি ঘটনা জেনে স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্যকে জানিয়ে ঘটনার বিচার দাবি করেন। তাদের কাছে কোন বিচার না পেয়ে সম্প্রতি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের কাছে বিচার দাবি করেন তিনি। এদিকে কতিপয় প্রভাবশালীর সহযোগিতায় ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী। কোন বিচার না পেয়ে অবশেষে মামলা করেছেন সানজিদার মা মারুফা বেগম। 


  
গো নিউজ২৪/আই
  
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা