ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষক কর্তৃক যৌন নিপীড়ন, বিচার না পাওয়ায় স্কুল বর্জন


গো নিউজ২৪ | অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২২, ২০১৮, ০৮:৩৭ পিএম
প্রধান শিক্ষক কর্তৃক যৌন নিপীড়ন, বিচার না পাওয়ায় স্কুল বর্জন

আগৈলঝাড়ায় প্রধান শিক্ষকের হাতে স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্কুল কমিটি ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে অভিযুক্ত প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত নিপীড়িত ছাত্রীকে স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রীর পরিবার।

জানা গেছে, উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের দিনমজুর কাইয়ুম হাওলাদারের মেয়ে নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তারের মা মারুফা বেগম অভিযোগে জানান, তার মেয়ে অন্য শিক্ষার্থীদের সাথে ওই স্কুলের প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালীর কাছে স্কুল শুরুর আগে প্রাইভেট পড়ত। সম্প্রতি প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালী সকালের ব্যাচের পরিবর্তে সানজিদাকে বিকেলের ব্যাচে পড়ার সময় নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী সানজিদা বিকেলের ব্যাচে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। ঘটনার দিন গত ৮ মার্চ সানজিদা স্কুলে না যাওয়ায় প্রতিদিনের নির্ধারিত সময়ের আগেই শিক্ষকের বাসায় পড়তে যায়। ওই দিন শিক্ষকের বাসার অন্য কোন সদস্য না থাকায় সানজিদাকে একা পেয়ে প্রধান শিক্ষক তার উপর যৌণ নিপীড়ন চালায়। পরদিন সানজিদা স্কুলে যেতে অপরাগতা প্রকাশ করে। স্কুলে না যাওয়ার জন্য সানজিদাকে অনেক বকাঝকা করলে সে জানায় সো আর ওই স্কুলে যাবেনা।
 
মারুফা বেগম আরও বলেন, এভাবে দিনের পর দিন সানজিদা স্কুলে না যেতে চাইলে তিনি সানজিদাকে বেদম মারধর করে স্কুলে না গেলে মানুষের বাড়িতে কাজ করতে দেবে বলেও শাসিয়ে দেন। সানজিদাকে মারধরের খবর পেয়ে তার খালা সানজিদাকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কিছুদিন থাকার সময় সানজিদা তার খালাতো বোনদের কাছে স্কুলে না যাওয়ার কারণ হিসেবে তার উপর ঘটে যাওয়া প্রধান শিক্ষকের নরপশুর মত আচরণের কথা জানায়।

বিষয়টি সনজিদার মা জেনে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রশিদ খান, কালাম সরদার, স্থানীয় ইউপি সদস্য মশিউর সরদারকে জানিয়ে ঘটনার বিচার দাবি করেন। 

ঘটনার কোন বিচার না পেয়ে গত তিনদিন আগে কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের কাছে বিস্তারিত জানিয়ে বিচার দাবি করেন। ঘটনার দু’সপ্তাহ পরেও কোন বিচার হওয়ায় সানজিদার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। 

এদিকে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ঘটনা ধামাপাপা দিতে ব্যস্ত অভিযুক্ত শিক্ষক শ্যামপ্রসাদ ঢালী। ওই প্রভাবশালীদের সাথে প্রধান শিক্ষকের ব্যক্তিগত সখ্যতা রয়েছে।
 
প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ ঢালী নিজেকে নির্দোষ দাবি করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সানজিদা ১২-১৩দিন পর্যন্ত স্কুলে আসছে না। তার বাড়ির পাশের লোকজনের কাছে শুনেছেন যে সানজিদা তার মামাবাড়ি বেড়াতে গেছে।


উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকার জানান, এরকম কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। 
  
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

 

গো নিউজ২৪/আই  
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা