ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁঠালিয়ায় ডাকাত সর্দার গ্রেপ্তার


গো নিউজ২৪ | মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৫:৫৪ পিএম আপডেট: মার্চ ২০, ২০১৮, ১১:৫৪ এএম
কাঁঠালিয়ায় ডাকাত সর্দার গ্রেপ্তার

ঝালকাঠির কাঁঠালিয়া থেকে ডাকাত সর্দার আবদুল মালেক হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষকান্দি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার মালেক হাওলাদার মহিষকান্দি গ্রামের আবদুল খালেক মৌলভীর ছেলে।

পুলিশ জানায়, ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মালেক হাওলাদার তার বাহিনী নিয়ে ডাকাতি করে। লুট করে নেয় মানুষের টাকা, স্বর্ণালংকার, মালামালসহ সর্বস্ব। দক্ষিণাঞ্চলের এ ডাকাত সর্দারের বিরুদ্ধে পিরোজপুরের ভান্ডারিয়া, বরগুনা, কাঁঠালিয়াসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে দুইটি ডাকাতি, দুইটি অস্ত্র ও একটি বিস্ফোরক আইনে মামলা করেছে ভুক্তভোগীরা।

দীর্ঘদিন পলাতক থাকার পরে গ্রামের বাড়িতে আসেন আবদুল মালেক। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তার বাড়ির চারপাশ ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাত সর্দার মালেক। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মালেক হাওলাদার দুর্ধর্ষ ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। অন্য থানায় আরো মামলা থাকতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

 

গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা