ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মান্দায় পাকিস্তানি সেনার আদলে ভাস্কর্য


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৬:৫৭ পিএম আপডেট: মার্চ ১৯, ২০১৮, ১২:৫৭ পিএম
মান্দায় পাকিস্তানি সেনার আদলে ভাস্কর্য

ঢাকা : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে গোলচত্বরে একটি ভাস্কর্য তৈরী করা হয়েছে। ভাস্কর্যটি পাকিস্থানী সেনার আদলে তৈরী। এনিয়ে এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। দ্রুত ভাস্কর্যটি অপসারণ করে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত ভাস্কর্য স্থাপনের দাবী জানানো হয়েছে।

জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরে ১৫ লাখ ব্যয় এ ভাস্কর্যটি উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে গোলচত্বরে বসানো হয়েছে। গোলচত্বরে বেষ্টনির মধ্যে পিলারের উপর পূর্ব-পশ্চিম করে দুটি মূর্তি স্থাপন করা আছে। যার দুটি পাকিস্থানী সেনাদের আদলে তৈরীকৃত কোমরে বাউন্ডলি, পরনে পাকিস্তানের স্থানীয় পোশাক ও মাথায় হেলমেট। একজন দু’হাতে বন্দুক উঁচু করে মাথার উপর ধরে আছে এবং অপরজন বন্দুক আড়াআড়ি ভাবে ধরে আছে।  

পাক সেনাদের ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জায় মাথা নিচু হয়ে আসছে মান্দাবাসীর। মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী মানুষের পক্ষে যা মেনে নেয়া সম্ভব হচ্ছেনা। এ নিয়ে মান্দাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সুলতান আহমেদ নামে একজন তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘কিছুই না, এই প্রতিকৃতি অতি দ্রুত সরাতে হবে। এই মাসে (মার্চ) এ ধরনের প্রতিকৃতি মাথা তুলে দাঁড়িয়ে থাকবে তা হয় না। যারা ভুল করেছে। কর্তৃপক্ষ অতি দ্রুত সমাধান করতে হবে।

নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসীন্দা ডা. ইকরামুল বারী টিপু বলেন, এটা আসলে মুক্তিযুদ্ধের কোন ভাস্কর্য কিনা তা এখনও কর্তৃপক্ষ ঘোষণা করেননি। তবে এটা যে মুক্তিযুদ্ধের পক্ষের কোনও স্মারক, তা মনে করবার মতো কিছু হয়নি। 

মান্দা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, আমি এ ভাস্কর্যের তীব্র প্রতিবাদ জানাই। এটা মুক্তিযোদ্ধার আদলে তৈরী করা হয়নি। এটা সম্পন্ন পাকসেনাদের আদলে তৈরী করা হয়েছে। যে কারণে দেশ স্বাধীন করেছি। তাদের মূর্তি কেন এখানে তৈরী করা হয়েছে। এটি সত্যিই দুঃখজনক। এটা দ্রুত অপসারণের দাবী জানাই।


গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা