ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার ঘরে যুবলীগ নেতার স্ত্রী,বাড়ি পাঠিয়ে দিল পুলিশ


গো নিউজ২৪ | কুষ্টিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৯:৩৪ পিএম
ছাত্রলীগ নেতার ঘরে যুবলীগ নেতার স্ত্রী,বাড়ি পাঠিয়ে দিল পুলিশ

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নেয়া যুবলীগ নেতার সাবেক স্ত্রী জুয়েনা হোসেন লিমাকে শেষ পর্যন্ত পুলিশ প্রহরায় তার বাবার বাড়ি রাজধানীর কেরানীগঞ্জ পাঠিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ তাকে পিকআপভ্যানে করে রাজবাড়ী পর্যন্ত এগিয়ে দিয়ে আসে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা ও তার পরিবারের লোকজন এখনও আত্মগোপনে রয়েছে। পুলিশ পাহারার মধ্যেও ছাত্রলীগ নেতার কথিত প্রেমিকা ঘরের তালা ভেঙে বাড়ি দখলে নিয়েছে।

স্থানীয় সূত্রে, কুষ্টিয়ার খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি সায়েম হোসেন সুজনের চুনিয়া পাড়ার বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে জুয়েনা হোসেন লিমা নামে এক নারী বুধবার রাত থেকে অবস্থান নেয়। এ সময় কৌশলে ছাত্রলীগ নেতা সুজনসহ তার পরিবারের লোকেরা বাড়িতে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে বুধবার রাত থেকেই খোকসা থানা পুলিশ বাড়িটিতে পাহারা বসায়। এ সময় বহিরাগতদের সহায়তায় লিমা প্রথমে বাড়ির গেটের তালা ভেঙে ওই বাড়িতে অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার দুপুরে একটি কক্ষের তালা ভেঙে সেই কক্ষে অবস্থান নেন। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ প্রহরা তুলে নেয়া হয়।

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু ওবাইদা সাফির সঙ্গে প্রায় ১২ বছর আগে ঢাকার কেরানীগঞ্জের দেলোয়ার হোসেনের মেয়ে জুয়েনা হোসেন লিমার বিয়ে হয়। তাদের ঘরে লাব্বিব মাহমুদ লিপু (১০) নামে একটি ছেলেসন্তানও আছে।

গত দেড় বছর আগে সাফি জেলে থাকাবস্থায় তার স্ত্রী লিমার সঙ্গে উপজেলা ছাত্রলীগ সভাপতি সায়েম হোসেন সুজনের পরকীয়ার সম্পর্ক হয়। সম্প্রতি তাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইলে ছড়িয়ে পড়ে। নিজ দলের নেতার সঙ্গে পরকীয়ার সম্পর্কটি জানাজানি হলে গত জানুয়ারি মাসে আবু ওবাইদা সাফি তার স্ত্রী লিমাকে তালাক দেন। এর পর লিমা ঢাকার কেরানীগঞ্জে তার বাবার বাড়িতে চলে যান।

সংসার ভাঙার পর সুজনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে রিমা। কিন্তু সুজন বিয়ে না করে নানা তালবাহানা করেন। গত সপ্তাহে সুজন বিয়ে করতে পারবে না বলে লিমাকে জানিয়ে দেন। কোনো উপায়ন্ত না পেয়ে বুধবার সন্ধ্যায় লিমা চুনিয়াপাড়ায় সুজনের বাড়িতে চলে আসেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মেয়েটি লিখিত কোনো অভিযোগ দিতে রাজি হয়নি। আমরা তার জন্য ওই বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেছিলাম। বৃহস্পতিবার রাতে মেয়েটি বাড়ি ফিরে যেতে চায়। যে কারণে শুক্রবার সকালে পুলিশ প্রহরায় তাকে রাজবাড়ী পর্যন্ত এগিয়ে দেয়া হয়।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা