ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যু করে ক্ষমতায় আসা বিএনপিকে ভুলে যেতে হবে


গো নিউজ২৪ | মাদারীপুর প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৭:৫৫ পিএম
ক্যু করে ক্ষমতায় আসা বিএনপিকে ভুলে যেতে হবে

ক্যু করে বা প্রসাদ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার দিন বিএনপিকে ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বিকেলে মাদারীপুর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ মন্তব্য করেন।

এই সময় তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে অবশ্যই নির্বাচনে আসতে হবে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে তা নির্ভর করে জনগনের উপর। তবে, সরকার আশা করে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগনের কাছে তাদের জনপ্রিয়তা প্রমান করবে।

শাজাহান খান আরো বলেন, যে দল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল তারা কখনই গণতন্ত্র বিশ্বাস করেনা। কিন্তু আওয়ামীলীগ জনগনের উপর ভিত্তি করেই ক্ষমতায় এসেছে, তাদের উপর ভিত্তি করেই রাজনীতি করে। এই আওয়ামীলীগেরই অধীনে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামীলীগ একটি পুরনো দল, এর গ্রহনযোগ্যতা এখন জনগনের কাছে ব্যাপক রয়েছে।

সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরে শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ্য করে নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার অধীনে একটি মন্ত্রীসভা থাকবে এবং নির্বাচন পরিচলনা করবে নির্বাচন কমিশন। প্রতি ৫ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হবার কথা। সেই অনুযায়ী আগামী ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন তফসিল ঘোষনার পরেই আইনশৃঙ্খলাসহ নির্বাচন সংক্রান্ত সকল বিষয় ও সরকারি দপ্তর দেখাশোনা করবে নির্বাচন কমিশন। সেখানে সরকারের কোন হস্তক্ষেপ করার কোন সুযোগ থাকবেনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চুসহ অন্যরা।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা