ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধানসহ আটক ৪


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০৪:৩৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৩:৪১ পিএম
জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধানসহ আটক ৪

বগুড়া: শিবগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বাজারের জয়পুরহাট মোড় থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক প্রধানসহ চারজনকে আটক করা হয়েছে।  বুধবার রাত ১টায় তাদের আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, ৭ দশমিক ৬৫ পিস্তলের ১০টি গুলি, চারটি বার্মিজ চাকু ও একটি চাপাতিও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আসাদুজ্জামান।

আটকরা হলেন- উত্তরবঙ্গের সামরিক প্রধান বাবুল আক্তার, শূরা সদস্য মিজানুর রহমান, নব্যসদস্য আলমগীর হোসেন ও আফজাল হোসেন। 

এর মধ্যে সামরিক প্রধান বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টারের (৪৫) বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কসবা সাগরপুর জালেপাড়ায়। তিনি ২০১৫ সালের ১০ নভেম্বর রংপুরের কাউনিয়া থানার খাদেম রহমত আলী হত্যা মামলার অভিযুক্ত। এছাড়া জেএমবির নতুন সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ এবং হামলার টার্গেট, ব্যক্তি ও স্থান নির্ধারণ করার দায়িত্বে ছিলেন।

শূরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজানুর রহমানের (৩৯) বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার পারইল আছির হাজীপাড়ায়। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাজশাহীর বাঘমারা থানায় আহম্মদীয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী তিনি। ২০১৫ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর কুঠিরভিটা জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের মুখে অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে গিয়েছিলেন বলে জানান জেলা পুলিশ সুপার।

এছাড়া সাতক্ষীরার তালইগাছা গ্রামের আলমগীর হোসেন ওরফে আরিফ (২৮) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের আফজাল হোসেন ওরফে লিমন (৩২) দুজনই জেএমবির সক্রিয় সদস্য। এর মধ্যে আফজাল ২০১৬ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে জঙ্গি নেতা রাজীব গান্ধীর সঙ্গে জড়িয়ে পড়েন।

পুলিশ সুপার আরও জানান, চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা