ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মুন্নাবাহিনীর সঙ্গে পুলিশের গুলাগুলি, নিহত ১


গো নিউজ২৪ | সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৯:১৫ এএম
মুন্নাবাহিনীর সঙ্গে পুলিশের গুলাগুলি, নিহত ১

সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামা মন্ডল (৩৫) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা এবং ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। সে দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে বলে জানা গেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ এনামুল হক (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে গোনিউজকে বলেন, বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা সোমবার বিকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খাল থেকে ৬ জেলেকে জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপনের দাবিতে অপহরণ করে  আড়পাঙ্গাসিয়া নদীর ভায়রার খাল এলাকায় অবস্থান করেছে বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা।

এ খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তারা সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়রার খাল এলাকায় অভিযান শুরু করেন। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। একপর্যায়ে মুন্না বাহিনী পিছু হটে।

এ সময় ঘটনাস্থলে মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা এবং ১টি শাটার গান, ১টি টুটুবোর রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া উভয়পক্ষের গোলা গুলিতে কয়রা থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা