ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রংপুরে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১


গো নিউজ২৪ | ফরহাদুজ্জামান ফারুক প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৭, ০৫:৪৬ পিএম
রংপুরে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

রংপুরে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে হাবিব মিয়া (২৭) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবাট বুলেট ও টিয়ারশেল ছুড়েছে। এ সময় বিক্ষুব্ধ মুসল্লিরা ওই এলাকার ঠাকুরপাড়ার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, রংপুর সদরের পাগলাপীর সলেয়াসা এলাকায় কয়েকদিন আগে টিটু রায় নামে এক যুবক তার ফেসবুক (মো. টিটু) আইডিতে হযরত মুহম্মদ(সাঃ) সম্পর্কে অবমাননাকর পোষ্ট দেন। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ওই যুবকের শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুম্মা সলেয়াসা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
 

আগুনে পুড়ছে বাড়ি

জুম্মার নামাজের পর শত শত মানুষ সলেয়াসা বাজার এলাকায় জমায়েত হয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় ওই সড়কের দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অবরোধকারিদের রাস্তা ছেড়ে দেবার আহবান জানায়।

এনিয়ে পুলিশের সাথে অবরোধকারিদের কথাকাটাকাটি ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৫০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে টিয়ারসেল ও রাবার বুলেট এবং ইটপাটকেল নিক্ষেপে ১৫ জন আহত ।

এদের মধ্যে হাবিব মিয়া, মাহবুল মিয়া, আলীম মিয়া, নাজির হোসেন, আলিম, জামিল, রফিকুল, নাসিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় হাবিব মিয়া  নামে একজনের মৃত্যু হয়েছে বলে গোনিউজকে নিশ্চিত করেছেন মেডিকেল ধাপ পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম কিবরিয়া।

আহতদের মধ্যে  ৫ পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে । এরা হলেন- এসআই সেলিম মিয়া, কনসটেবল নাসির হোসেন, রফিকুল ইসলাম। উত্তেজিত জনতা সলেয়াসা বাজার ব্রাক্ষমপাড়া এলাকায় হিরেন বাবু, ধীরেন রায়, মন্টুসহ ৫টি সংখ্যালঘুর বাড়িতে আগুন দেয় এবং ১০টি বাড়ি ভাংচুর করে। হিরেন জানান, উৎশৃংকল লোকজন এসে আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে আমার সব কিছু পুড়ে গেছে।

আগুনে পুড়ছে বাড়ি

মুসল্লি আলিফ মিয়া ও রায়হান কবির জানান, আমরা নবীজী সম্পর্কে কটুক্তিকারির শাস্তির দাবিতে শান্তিপুর্ন বিক্ষোভ করছিলাম। কিন্তু পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।

কোতয়ালি থানার ওসি (তদন্ত )আজিজুল ইসলাম গোনিউজকে জানান, মহাসড়ক অবরোধ থেকে সরে যাবার আহবান জানালে জনতা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ইটপাটকেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এ সময় তিনি ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেন।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা