ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খোয়াই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৭, ১১:০০ এএম
খোয়াই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী

হবিগঞ্জ: সাম্প্রতিক সময়ে লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বানের পানি নামার সাথে সাথে হবিগঞ্জ শহরতলীতে খোয়াই নদীর কয়েকটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে।  আর এতে করে এলাকাবাসীর আশঙ্কা অতি শিগগিরই ভাঙনের অংশ মেরামত করা না হলে পরবর্তী বন্যায় নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম তলিয়ে যেতে পারে। এতে অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে।

গত বৃহস্পতিবার থেকে টানা তিনদিনের বৃষ্টিপাতের কারণে হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এতে শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছিল। গতকাল বুধবার সকাল থেকে নদীর পানি কমতে শুরু করে। পানি কমার সাথে সাথে হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধের কয়েকটি স্থান থেকে মাটি ধসে নদীতে পড়তে শুরু করে। এতে বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। এ দৃশ্য দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে নদীর তীরে অবস্থান নেয়।  তারা বাঁধ থেকে মাটি ধসে পড়া স্থানগুলো মেরামত করার দাবি জানান।

বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙন এলাকা মেরামতের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

ভাদৈ গ্রামের বাসিন্দা ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন জানান, খোয়াই নদীতে পানি বৃদ্ধির পর সেই পানি যখন কমতে থাকে তখন নদীর বাঁধ ভেঙে যায়। যে স্থানটিতে ভাঙন দেখা দিয়েছে সেটি হল নদীর একটি বাক। পানির প্রবাহে বাঁধার ফলে সেখানকার বাঁধে পানির ধাক্কা বেশি লাগে।  অনেক আগে সেখানে পাথরের ব্লক দেয়া হয়েছিল। পানি নামার সাথে সাথে সেই ব্লকসহ বাঁধ নেমে যায়। এমনকি বাঁধে রাস্তায় ইটের ম্যাগাডম ছিল। সেটিসহ বাঁধ ভেঙে যায়। 

তিনি আরও জানান, এলাকাবাসীর পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করা হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঁধ পরিদর্শন করেছেন। 

পূর্ব ভাদৈ গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী সিরাজ মিয়া চৌধুরী জানান, পূর্বেও ওই বাঁধে সমস্যা ছিল। যেভাবে রাস্তাসহ বাঁধ ভেঙেছে যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে শুধু ভাদৈ গ্রাম নয় আশপাশের বহু এলাকা তলিয়ে যাবে। 

মাওলানা সাহিদুল ইসলাম জানান, বাঁধের ভাঙন এলাকাটি দ্রুত মেরামত করা না হলে জনসাধারণের চলাচলের রাস্তাটি ভেঙে যাবে।  এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল শওকত জানান, বাঁধ থেকে মাটি ধসে পড়ার খবর পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  বাঁধ মেরামত করতে ইতোমধ্যে ১৯ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।  জিও কম্বল বিছিয়ে পাথর বসিয়ে বাঁধকে শক্তিশালী করা হবে। 

গোনিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা