ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বন্ধুকে দিয়ে বন্ধু হত্যার চাল


গো নিউজ২৪ | মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৯:০০ পিএম
বন্ধুকে দিয়ে বন্ধু হত্যার চাল

নিহত দোকান কর্মচারী শাকিল

টাঙ্গাইল: মির্জাপুরে দোকান কর্মচারী যুবক শাকিল হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি রাকিব হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকন কুমারের কাছে এই জবানবন্দী দিয়েছে বলে মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক জানিয়েছেন।

জবানবন্দীতে রাকিব বলেন, ধেরুয়া গ্রামের নয়া ড্রাইভারের মেয়ে সুবর্ণার সঙ্গে শাকিলের ছিল প্রেমের সম্পর্ক। ওই প্রেম এক সময় দৈহিক সম্পর্কে রূপ নেয়। শাকিল তার প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক মোবাইলে ভিডিও করে তাকে জিম্মি করে।

এই খবর সুবর্ণার ভাই শুভ জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে। শাকিল ছিল মাদক সেবনকারী। তাই শুভ আরেক মাদক সেবনকারী শাকিলের বন্ধু রাকিবের শ্মরণাপন্ন হয়। ঘটনার দিন রাতে শুভ রাকিবকে দিয়ে শাকিলের মুঠোফোনে ফোন করিয়ে বাড়ির পাশে রেল লাইনে ডেকে আনে।

তারা তিনজনে কথা বলতে বলতে রেল লাইন ধরে হাটতে থাকে। কিছুক্ষণ পর আচমকা শাকিলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দুইজনে মিলে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায় শাকিল নিস্তেজ হয়ে পড়লে কচুরিপানা দিয়ে ঢেকে শুভ ও রাকিব চলে যায়। 

রাকিব আরো জানায়, তাদের মূল উদ্দেশ্য ছিল দৈহিক সম্পর্ক ধারন করা মুঠোফোনটি ছিনিয়ে নেয়া।

গেল বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে মির্জাপুর থানা পুলিশ শাকিলের লাশ বাইমাইল চকে থেকে উদ্ধার করে। 

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাসেল নামে এক যুবককে আটক করে। তার দেয়া তথ্য মতে পুলিশ ঘটনার মূল নায়ক রাকিবকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে রাকিব সোমবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকন কুমারের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি শুভকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা