ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।


গো নিউজ২৪ | মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৭:১৭ পিএম
নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।

চুয়াডাঙ্গা ২ দামুড়হুদা ও জীবননগর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী দৈনিক আমার সংবাদ ও দা ডেইলি পোস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য হাশেম রেজা  গনসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।

গতকাল বুধবার বিকালে রাঙ্গিয়াপোতা ক্লাবপাড়া সহ দর্শনার বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভা করেন, এ সময় সাধারণ মানুষের কাছে , মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন, জননেতা হাশেম রেজা,

জনসাধারণ মানুষ  কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তার ব্যবহারে সকলেই মুগ্ধ হন এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে সকলকে কাজ করার নির্দেশ প্রদান করেন, এ সময় তিনি বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারকে ভোট দিলে, বাংলাদেশের মানচিত্রে নতুন রূপে ধারাবাহিত হবে , আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশ এক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। পদ্মা সেতু তৈরি হয়েছে মেট্রো রেল তৈরি হয়েছে কর্ণফুলী টানেল তৈরি হয়েছে, এই বাংলাদেশকে সর্বোচ্চ উন্নয়নে দেখতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আবারো নৌকাকে জিতিয়ে আনতে হবে তাহলে এই দেশ ভালো থাকবে, এই সমাজ ভালো থাকবে, সকলের সহযোগিতায়  চুয়াডাঙ্গা ২ আসন স্মার্ট আসন করতে চাই।

পথ সভায় সভাপতিত্ব করেন বেগমপুর ইউনিয়নের  যুবলীগ সাবেক নেতা ওবায়দুল হক, বিশেষ অতিথি  ছিলেন ১ঃবীরমুক্তিযোদ্দা ও মদনা ইউনিয়ন আঃলীগ নেতা রেজাউল করিম, সরিফ উদ্দিন ১নং ওর্য়াড আঃলীগ ও সভাপতি জুড়ানপুর ইউনিয়ন কৃষক লীগ, সরফরাজ উদ্দিন সভাপতি ৯ং ওর্য়াড আঃলীগ উথলি ইউনিয়ন, ৪ঃনাসির উদ্দিন সাবেক জিএস জেলা ছাত্রলীগ, ৫ঃমাসুদ রানা সাঃসম্পাদক ২নংওর্য়াড আন্দলবাড়িয়া ইউনিয়ন, আশরাফুল মেম্বার, সরিফ উদ্দিন, ডাবলু মিয়া,আবু কাইজার মাষ্টার,  যুবলীগ নেতামশিয়ার রহমান,  দেলোয়ার সাব্বির,বকুল,বিপ্লব, মোহাম্মদ, রাঙ্গিয়াপোতা মানবকল্যান সোসাইটির সভাপতি সাদ্দাম হোসেন, বক্কর, মন্টু,বাবু সাকিল,তারিকুল,শাহাবুদ্দিন,জাহিদুল,পবন,মিয়াজি,কালু,জেবা,ছাত্রলীগ নেতা রনজু আলামিন, রকি শুভ,সৌরভ, সুজন,প্রমখ।শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাব্বির হোসেন, আলামিন সাদ্দামহোসেন, মশিউর রহমান, নাসির উদ্দিন।

গোনিউজ২৪/আর এ জে

দেশজুড়ে বিভাগের আরো খবর
বহুতল ভবনের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লা‍‍`শ

বহুতল ভবনের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লা‍‍`শ

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।