ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

একের অধিক ডিলারশীপ বাতিলের আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান


গো নিউজ২৪ | মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৭:০৩ পিএম
একের অধিক ডিলারশীপ বাতিলের আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান

চুয়াডাঙ্গায় ১৯ জন বিসিআইসি সার ডিলারের একের অধিক ডিলারশীপ অনুমোদন পাওয়া বে-আইনী মর্মে জানিয়ে জেলা প্রশাসক ও জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বিএডিসি বীজ সার ডিলার অ্যাসোসিয়েশন।

গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি । দেয় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নাজমুল হামিদ স্মারকলিপিটি গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যাপারে জেলা প্রশাসকের নজরে দেয়ার আশ্বাস প্রদান করেন। জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে লিখিতভাবে বলা হয়েছে; চুয়াডাঙ্গা জেলায় চারটি উপজেলায় ১৯জন বিসিআইসি সার ডিলার একের অধিক সার ডিলারের বরাদ্দ অনুমোদন নিয়েছেন। যা ২০০৯ সালের সার ডিলারবিএডিসি বীজ ও সার ডিলার ওসার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার পরিপন্থি। যা বাংলাদেশের অন্য কোনো জেলায় প্রচলিত নেই। ওই স্মারকলিপির সংযুক্তিতে ২টি বরাদ্দপ্রাপ্ত - বিসিআইসি সার ডিলারদের নামের তালিকা ও এ সংক্রান্ত নীতিমালা দেয়া হয়েছে।

স্মারকলিপিতে কাগজপত্র বিবেচনায় নিয়ে একের অধিক অনুমোদিত ডিলারশীপ বাতিল করার অনুরোধ জানিয়েছে জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ । স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সহ-সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক শাহজাহান আলী, সদস্য শাহিন বিশ্বাস, শরিফুল ইসলাম, হাজি ছোটন বিশ্বাস, আশরাফুল মিয়া মকলেচুর রহমান, সাইফুল ইসলাম জহির উদ্দীন প্রমুখ।

গোনিউজ২৪/আর এ জে

দেশজুড়ে বিভাগের আরো খবর
বহুতল ভবনের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লা‍‍`শ

বহুতল ভবনের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লা‍‍`শ

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।