ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৪:৪১ পিএম আপডেট: জুন ২০, ২০২৩, ১০:৪১ এএম
সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন

বগুড়া সদর উপজেলায় দূরপাল্লার একটি বাসের চাপায় বাদশাহ মিয়া (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশাহ মিয়া গোকুল উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। চালককে আটকের পর পুলিশে দেওয়া হয়। পরে বিক্ষুব্ধ জনতা যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে হাইওয়ে বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি রংপুর যাচ্ছিল। আজ সকাল সাড়ে আটটার দিকে বগুড়া সদরের গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন পথচারী বাদশাহ মিয়া। এ সময় বাসটি তাঁকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। বাসের চালককে আটকে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরপর যাত্রী নামিয়ে বাসে আগুন ধরিয়ে দেন তাঁরা।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আগুনে কেউ হতাহত হননি। আটক চালক হাইওয়ে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে আছেন।

গোনিউজ২৪/আর এ জে

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা