ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

এক তরুণীকে দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল একাধিক যুবক


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৮:১৪ পিএম
এক তরুণীকে দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল একাধিক যুবক

লক্ষ্মীপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আট মাস পর মেয়েটির গর্ভপাত করানো হয়। এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলার পর পুলিশ দুই ভাইসহ তিন জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ মে) সদর থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলো– লক্ষ্মীপুর পৌর এলাকার শাহজাহানের ছেলে মোরশেদ (২৭) ও খোরশেদ (২১), মোহাম্মদ উল্লার ছেলে শাকিল (২৮), আবুল কাশেমের ছেলে সজীব (২১) এবং সুদেব সরকারের ছেলে স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী মাধব সরকার (৩৮)। তাদের মধ্যে মোরশেদ ও তার ভাই খোরশেদ এবং মাধব সরকারকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, গত ১৯ মে ভুক্তভোগীর বাড়ির পেছনের একটি ডোবা থেকে গর্ভপাতের মাধ্যমে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সেটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পরিদর্শক নিজাম উদ্দিন ভূঁইয়া পরিবারের অভিযোগের বরাত দিয়ে বলেন, ‘ওই তরুণীকে দীর্ঘদিন থেকে ধর্ষণ করতো কয়েক জন যুবক। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আট মাসের মাথায় গর্ভপাত করায় অভিযুক্তরা। পরে একটি ডোবা থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধারের পর ঘটনাটি জানাজানি হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা করেছেন। গ্রেফতার তিন জনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

দেশজুড়ে বিভাগের আরো খবর
বহুতল ভবনের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লা‍‍`শ

বহুতল ভবনের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লা‍‍`শ

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।