ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা


গো নিউজ২৪ | বিএস প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০১:২৮ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:২৮ এএম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে ও কুপিয়ে মো. জাফর আলম (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫১ ব্লকে এ ঘটনা ঘটে। 

নিহত জাফর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের ছেলে। খুনের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার অপারেশন মো. ফারুক আহমেদ।

তিনি জানান, জাফর রোহিঙ্গা ক্যাম্পেরএকজন স্বেচ্ছাসেবক। রাতের বেলায় সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পে তিনি নিয়মিত পালাক্রমে পাহারা দিতেন। গতকাল রাত ৩টার দিকে ক্যাম্পের নিরাপত্তায় কাজ করা রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা কয়েক দুর্বৃত্তকে দেখে পরিচয় জানতে চান। এ সময় হঠাৎ তারা এলোপাতাড়ি গুলি করে ও কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন জাফর আলমসহ আরও তিনজন। 

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও সাধারণ রোহিঙ্গারা আহত জাফরকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনার পর পরই জড়িতের ধরতে অভিযান অব্যাহত রেখেছে তারা। বর্তমানে ক্যাম্প-১৮ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

গোনিউজ২৪

দেশজুড়ে বিভাগের আরো খবর
আমরা আর কতভাবে বিচার চাইবো, প্রশ্ন তনুর মায়ের

আমরা আর কতভাবে বিচার চাইবো, প্রশ্ন তনুর মায়ের

মুহূর্তেই ঝরে গেল ১৯টি তাজা প্রাণ, দায় কার?

মুহূর্তেই ঝরে গেল ১৯টি তাজা প্রাণ, দায় কার?

বড় পাপ করে ছোট সাজাতেই পার পেয়ে গেলেন সাত ছাত্রলীগ কর্মী

বড় পাপ করে ছোট সাজাতেই পার পেয়ে গেলেন সাত ছাত্রলীগ কর্মী

মুরগি কেনা ও খাওয়া বন্ধ করে দিচ্ছে মানুষ

মুরগি কেনা ও খাওয়া বন্ধ করে দিচ্ছে মানুষ

মাংসের বাজার থেকে চলেই গেছেন নিম্নবিত্তরা, এবার মধ্যবিত্তদের পালা

মাংসের বাজার থেকে চলেই গেছেন নিম্নবিত্তরা, এবার মধ্যবিত্তদের পালা

ব্রয়লার মুরগির মাংসের পিস ৫৭ টাকা, ভাগায় বিক্রি হচ্ছে গরুর মাংস

ব্রয়লার মুরগির মাংসের পিস ৫৭ টাকা, ভাগায় বিক্রি হচ্ছে গরুর মাংস