ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোট না দেয়ায় সালিশ বসিয়ে মাওলানাকে নির্যাতন, ২ লাখ জরিমানা


গো নিউজ২৪ | দেশজুড়ে প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ১০:৫৩ পিএম
ভোট না দেয়ায় সালিশ বসিয়ে মাওলানাকে নির্যাতন, ২ লাখ জরিমানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউপি নির্বাচনে সদস্য পদে সিদ্দিকুর রহমানকে ভোট না দেওয়ায় একই ওয়ার্ডের মাওলানা মমিনুল ইসলামকে সালিশি বৈঠকে ডেকে নির্যাতন ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাওলানা মমিনুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী মাওলানা মমিনুল ইসলাম জানান, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচন করেন মো. সিদ্দিকুর রহমান। ওই নির্বাচনে তিনি তাকে ভোট না দেওয়ায় নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল সিদ্দিকুর রহমানের লোকজন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে সদ্য নির্বাচিত সিদ্দিকুর রহমান মেম্বার ও তার লোকজন সালিশি বৈঠক ডাকে। ওই বৈঠকে নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় মাওলানা মমিনুল ইসলামকে শারীরিক নির্যাতন করে সিদ্দিকুর রহমান মেম্বারের লোকজন। এ সময় মমিনুল ইসলামের মা আসিয়া খাতুন (৮০) তার ছেলের পক্ষে সালিশিদের পায়ে ধরে ক্ষমা চাইলেও মাওলানা মমিনুল ইসলাম ও তার বড় ভাই মো. রফিকুল ইসলামকে কান ধরিয়ে ওঠবস করায় ও ২ লাখ টাকা জরিমানা করে।

এ দিকে অভিযুক্ত সিদ্দিকুর রহমান মেম্বার জানান, আমি সালিশি বৈঠকে ছিলাম। জরিমানার কথাটি শুনেছি।

এ ব্যাপার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বরাবর ঘটনার বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী মাওলানা মমিনুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেন।

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা