ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চুল কেটে দেয়ার অপমানে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা


গো নিউজ২৪ | দেশজুড়ে প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১০:০৫ পিএম
চুল কেটে দেয়ার অপমানে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেয়ার অপমানে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। এর প্রতিবাদে এবং চুল কেটে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকেই পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৩ থেকে ১৪ জন ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গতকাল রাতে বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার চতুর্থ দিনে পরীক্ষা বর্জন করে। এ সময় তারা ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা ইয়াসমিন বাতেনের অপসারণ দাবি করেন।

এদিকে 'অপমান সইতে না পেরে তুহিন আত্মহত্যার চেষ্টা করে। সে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।'

এ ব্যাপারে মন্তব্য জানতে ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা ইয়াসমিন বাতেনের ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা