ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে মারধর করে মুখে বিষ ঢেলে দিলেন স্বামী


গো নিউজ২৪ | দেশজুড়ে প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১২:০২ এএম
স্ত্রীকে মারধর করে মুখে বিষ ঢেলে দিলেন স্বামী

পিরোজপুরে স্ত্রীকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই নারীর ভাই। বাবার বিরুদ্ধে থানায় সাক্ষ্য দিয়েছে ছেলে জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান মীর।  

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করা হয়। ভুক্তভোগীর মেজো ভাই মো. হারুন সেখ বাদি হয়ে মামলাটি করেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ. মো. মাসুদুজ্জামান মিলু। 

আহত মাহফুজা পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। 

পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে মাহফুজা বেগমকে মারধর করেন স্বামী মিলন মীর। এসময় জোর করে মুখে বিষ ঢেলে দেন তিনি। মাহফুজার ডাক চিৎকারে তার ছেলে মেহেদী ও অন্যরা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

মেহেদী জানায়, প্রায় প্রতি রাতেই এমন ঘটনা ঘটতো। মাকে নিয়মিত মারধর করতো। কাউকে কিছু না বলে নিরবে সহ্য করতো মা। শুক্রবার রাতে এত মারে যে মা অজ্ঞান হয়ে যায়। পানি চাইলে জোর করে বিষ খায়ানোর পরে পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। পরে মাকে বাঁচাতে হাসপাতারে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগীর ভাই মো. হারুন সেখ জানান, মাহফুজাকে নিয়মিত মারধর করতো তার স্বামী। মিলনের অনেক চাহিদা, আমরা তা পূরণে অক্ষম। অনেকবার শালিশ করা হয়েছে। থানায় গিয়ে বন্ডে সাক্ষর করে বোনকে নিয়ে এসেছে। কিন্ত এখন মনে হচ্ছে মেরে ফেলতে চায় আমার বোনকে। আমরা এর বিচার চাই। 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ. মো. মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ছেলে সাক্ষ্য দিয়েছে বাবার বিরুদ্ধে। আসামী গ্রেফতারের অভিযান অব্যহত আছে। আশা করছি অচিরেই আসামীকে গ্রেফতার করতে পারবো। 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা