ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যমুনার ভাঙনে বিলীন ১৩০ বাড়ি


গো নিউজ২৪ | দেশজুড়ে প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১০:৫৮ পিএম
যমুনার ভাঙনে বিলীন ১৩০ বাড়ি

চলতি বছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাকুরতলা গুচ্ছগ্রামের ৬০টিসহ মোট ১৩০টি অসহায় পরিবারের বাড়িঘর যমুনা নদীর ব্যাপক ভাঙনে বিলীন হয়ে গেছে।

বন্যার পানি কমতে থাকায় গত ২-৩ দিনে গুচ্ছগ্রামের ১৫টি বাড়িঘর ও বহু গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব বাড়িঘরের আসহায় মানুষজন সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। 

অনেকে ভাঙনের তাণ্ডব থেকে বাঁচতে তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। এসব অসহায় মানুষের পাশে এখনো কেউ এসে দাঁড়ায়নি। ফলে তারা ভাসমান জীবনযাপন করছেন। অনেকে আবার আত্মীয়স্বজন বা সড়কের ধারে স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

অসহায় হয়ে পড়া এই মানুষগুলো তীব্র খাদ্য সংকটে আছেন। বিশেষ করে শিশুখাদ্যের অভাবে অনেক শিশু পুষ্টিহীনতায় ভুগছে।

এ বিষয়ে পাকুরতলা গুচ্ছগ্রামের সভাপতি আশরাফ আলী বলেন, এ গুচ্ছগ্রামের ৫টি প্রকল্পের আওতায় ৪৫০টি ভাসমান পরিবার মাথাগোজার ঠাঁই পায়। এর মধ্যে  চলতি বছর যমুনা নদীর ভাঙনে ৬০টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে তারা সর্বস্ব হারিয়ে আবারও ভাসমান ছিন্নমূলে পরিণত হয়েছে। 

এ বিষয়ে ওই গ্রামের আলম সরকার, রিনা খাতুন, রহিমা খাতুন, জমেলা খাতুন বলেন, সরকার আমাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছিল। ফলে আমরা সচ্ছল ও সুখী জীবনযাপন করতে শুরু করেছিলাম। রাক্ষুসী যমুনা আমাদের বাড়িঘরসহ সর্বস্ব নদীগর্ভে বিলীন করে নিয়ে যাওয়ায় আমরা আবারো পথের ভিখারিতে পরিণত হয়েছি। 

অন্যদিকে শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আরকান্দি গ্রামের অর্ধশতাধিক পরিবার এখনো পানিবন্দি জীবনযাপন করছে। এসব অসহায় মানুষদের ভাগ্যে এখনো জোটেনি কোনো খাদ্যসামগ্রী। তারা এখনো চৌকি ও মাচায় বসবাস করছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো.শামসুজ্জোহা বলেন, যমুনায় বিলীন হয়ে যাওয়া পাকুরতলা গুচ্ছগ্রামের ১৩০টি অসহায় পরিবারের তালিকা করে নতুন নতুন আবাসন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে এদের জন্য আবারো স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। 

তিনি আরও বলেন, নদী ভাঙনরোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশা করি তারা দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেবেন। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি শুনেছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা