ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদায় দেবী দুর্গা    


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৮, ০৬:৫০ পিএম আপডেট: অক্টোবর ১৯, ২০১৮, ১২:৫০ পিএম
বিদায় দেবী দুর্গা    

ঢাকা: সব অসুরের বিনাশ আর অনিয়ম-জঞ্জালকে সরাতে দেবী দুর্গা এসেছিলেন ঘোড়ায় চড়ে। পাঁচ দিনের মহা কর্মযজ্ঞের পর শুক্রবার মর্ত্য ছেড়ে ফিরে গেলে স্বর্গে, দোলায় চড়ে। ধরণীর জন্য রেখে গেলেন আশির্বাদ-শিক্ষা।

এদিকে বেলা গড়াতেই ঢাক আর কাঁসর বাজিয়ে মাকে বিদায় দিতে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা করে প্রতিমা আনা হয় ঢাকেশ্বরী মন্দিরে। মহানগরীর অন্যসব প্রতিমা জড়ো করা হয় পলাশীর মোড়ে। এরপর বের করা হয় কেন্দ্রীয় শোভাযাত্রা। দুর্গাভক্তদের ঢল নামে ওয়াইজঘাটের দিকে।

সনাতন বিশ্বাস অনুযায়ী এবারে দেবী দুর্গার আগমন ঘোড়ায় হওয়ায় তা রাজনৈতিক ও সাংসারিক অস্থিরতার ইঙ্গিত দেয়। দুর্গতিনাশিনীর আশির্বাদে এই অস্থিরতা যেন কেটে যায়, আগামী শরতে মা যেন আসেন শান্তি-সমৃদ্ধির বারতা নিয়ে সেই চাওয়ায় শেষ হলো দুর্গোৎসব।

প্রসঙ্গত, এবার সারাদেশে ৩০ হাজার ২৫৮টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। যা গত বছরের তুলনায় ৮৬৩টি বেশি। এর মধ্যে ঢাকা মহানগরে মণ্ডপের সংখ্যা ২৩৪টি। গত বছর এ সংখ্যা ছিল ২২৯টি।

গো নিউজ২৪/এমআর

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস