ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘপ্রিয়া


গো নিউজ২৪ | দন্ত্যস সজীব (সর্বদা) প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ১২:২৪ পিএম
মেঘপ্রিয়া

মেঘপ্রিয়া

                                       দন্ত্যস সজীব (সর্বদা)

আমি মেঘকে ভালোবাসি বলে হিংসায় বুক ফেটে যায় তারার
ক্ষোভের আগুনে ঝলসানো সূর্যটা নিবে যায় আধারের মাঝে
আর চন্দ্র... সেতো চোখের জলে বুক ভাসিয়ে আচমকা হারিয়ে যাচ্ছে মেঘের আড়ালে।

আমি মেঘকে ভালোবাসি বলে পাহাড় কাঁদে অজস্র ধারায়
নদী তার গতিপথ পাল্টে ছুটে চলে অজানা স্রোতে
পাহাড় থেকে নদী, নদী থেকে বাস্প, বাস্প থেকে মেঘ...
তারপর বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীর মায়ায়।

আমি মেঘকে ভালোবাসি বলে বাতাস বহে ঝড়ের বেগে
পৃথিবীর সব সুন্দর-ই অসুন্দর হয়ে যায় চোখের পলকে
আর, প্রেমের রাজা শাহজাহানের মতো তাজমহল গড়ে প্রতিটি হৃদয়।

আমি মেঘকে ভালোবাসি বলে 
মুছে গেছে ধনী-দরিদ্র, জাত বংশের পার্থক্য
পূর্ব থেকে পশ্চিম-উত্তর থেকে দক্ষিণ
আকাশ থেকে মাটির সীমানা পর্যন্ত বিস্তার পেয়েছে প্রেমের প্রাধান্য।

আমি মেঘকে ভালোবাসি বলে পাখিরা ডাকে নতুন সুরে
মরা গাছে আজও ফোটে প্রেমের ফুল...

আমি মেঘকে ভালোবাসি
ভালোবাসি আমার স্বপ্নের মেঘ

আমার স্বপ্নের অন্যজন তুমিই মেঘপ্রিয়া...!  

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস