ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহীর ‘নড়াইল এক্সপ্রেস’


গো নিউজ২৪ | কবিতা: প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৮, ১২:৪৩ পিএম
মাহীর ‘নড়াইল এক্সপ্রেস’

শোনো-

বলি এক সত্যিকারের গল্প।

এক যে ছিল অধিনায়ক,

আসলে সে সবার নায়ক।

দিত এক অসাধারণ নেতৃত্ব,

ছিল তার এক বিশাল ব্যক্তিত্ব।

চরিত্র ছিল তার স্নিগ্ধ,

যা দেখে দেশবাসী হয়ে যায় মুগ্ধ।

কে ভেবেছিল সেই ছোট্ট কৌশিক,

একদিন হয়ে যাবে রসিক।

পছন্দ নয় তার শুঁটকি মাছ,

খেয়ে যায় শুধু ডাল আর ভাত।

সে বাংলাদেশের এক উজ্জল তারা,

যার ডাকে সবাই দিয়ে যায় সাড়া।

ভালোবাসায় ভরিয়ে রাখে সতীর্থদের,

তার চেয়ে বেশি আগলে রাখে জুনিয়রদের।

বলে, “তোমরাই ক্রিকেটের ভবিষ্যত,

কোনোদিন হইও না অসৎ।”

বিউটা BPL চ্যাম্পিয়ন,

রেখে যায় বাংলাদেশের মান।

যাকে দেখে সবাই খেয়ে যায় কেইস,

সে আর কেউ নয় ওয়ান এন্ড অনলি নড়াইল এক্সপ্রেস।

 

 

 

লেখিকা: মির্জা তাবাসসুম রহমান (মাহী)

একাদশ শ্রেণী, হলিক্রস কলেজ।

 

গো নিউজ২৪/জাবু

 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস