ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ধামের গানে নবান্ন উৎসব


গো নিউজ২৪ | মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৮, ০৪:৩১ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৮, ১০:৩১ এএম
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ধামের গানে নবান্ন উৎসব

ঠাকুরগাঁওয়ে আয়োজিত হলো ঐতিহ্যবাহী ধামের গান। শহর ও আশপাশের হাজারও দর্শক ধামের গান উপভোগ করেন। রোববার (২৯ এপ্রলি) সন্ধায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ গানের আয়োজন হয়। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় জেলা ভিত্তিক ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংষ্কৃতিক অনুষঙ্গ পরিবেশনা ও তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী লোকনাট্য এ ‘ধামের গান’ এর আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাদেক কুরাইশী। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলা ব্রত বর্মন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস প্রমুখ। 

অনুষ্ঠানে রায়পুর লোকনাট্য গোষ্ঠীর পরিবেশনায়, নরেন্দ্রনাথ বর্মনের নির্দেশনায় ও শচীন্দ্রনাথ রায়ের রচনায় নটপটিয়া ব্রাক্ষ্মণ ফুলশরি বাঁশ মালিনীর কেচ্ছা ধামের গান পরিবেশিত হয়। 

প্রতি বছর আমন ধান কাটা শুরু হলে ঠাকুরগাঁওয়ে শুরু হয় নবান্ন। একইসঙ্গে জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ধামের গান। ধামের গান মূলত শাস্ত্রীয় রংপাঁচালি, পাঁচমিশালি ও যাত্রাপালার ঢংয়ে উপস্থাপন করা হয়। এটি লোকনাটক আঙ্গিকের পুরুষ কেন্দ্রিক গান। মূলত পুরুষের অভিনয় এখানে পরিবেশিত হলেও গ্রামবাংলায় এর সমাদর ব্যাপক। 


গো নিউজ২৪/আই

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস