ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদ্বেগ


গো নিউজ২৪ | নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৮, ১০:২৭ এএম
মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদ্বেগ

প্রতি বছর বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার উদ্যোগে ১ বৈশাখ রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। যা ইতোমধ্যে বিশ্ব ঐতিজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তবে এবার এই আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ঢাবি এলাকায় চলমান আন্দোলনের কারণে এবার ১ বৈশাখ মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আয়োজকরা।

মঙ্গলবার শোভাযাত্রা উপ-কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

এতে বলা হয়, গত দুদিন ( রবি ও সোমবার) ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে ব্যাপকভাবে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করছে।

এতে আরও বলা হয়, গত ১৪ মার্চ থেকে চারুকলার শিক্ষার্থী, শিক্ষক ও বরেণ্য শিল্পীরা শোভাযাত্রার জন্য নানা সামগ্রী নির্মাণ করছেন। ব্যয় নির্বাহের জন্য ছবি আঁকাসহ নানা ধরণের কারুশিল্প তৈরি করা হচ্ছে। কিন্তু দুদিনের আন্দোলনে এসব কার্যক্রম বন্ধ হয়ে আছে।

এছাড়া রোববার আন্দোলনকারীদের সঙ্গে লুকিয়ে থেকে কিছু স্বার্থান্বেষী বেশকিছু সামগ্রী নষ্ট করাসহ কয়েকটি ছবিযুক্ত ক্যানভাসে আগুন ধরিয়ে দিয়েছে।

এমন পরিস্থিতিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই আন্দোলনের সঙ্গে মিশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির কর্মীরা ব্যাপক ক্ষতি সাধন করে মঙ্গল শোভাযাত্রার আয়োজনকে ব্যাহত করতে পারে। এ জন্য তারা সবাইকে শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতির অবসান ও শোভাযাত্রা আয়োজনের কার্যক্রমকে নির্বিঘ্ন রাখার আহ্বান জানিয়েছেন।

গো নিউজ২৪/এমআর

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস