ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রঙের খেলায় হোলি উৎসবে মেতেছে পুরো শাখারিবাজার


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ২, ২০১৮, ০৭:৪০ পিএম
রঙের খেলায় হোলি উৎসবে মেতেছে পুরো শাখারিবাজার

আবিরের রঙে রঙিন হয়েছে পুরান ঢাকার মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সে আনন্দ ভাগ করে নিয়েছেন অন্যরাও। ভেদাভেদ ভূলে বিশ্বে শান্তি আর সৃষ্টির মঙ্গলকামনা করেন হলিতে মেতে ওঠা নগরবাসী।

আবিরের রঙে রঙীন হোক সবার জীবন। তাই হলির রঙ্গে মেতেছে সব বয়সের মানুষ। লাল, নীল, সবুজ, হলুদ রঙে চারপাশ রঙিন। গানের তালে তালে একে অন্যের সাথে সে রং ভাগ করে নেন।

কি শিশু, কি বৃদ্ধ, হলির আনন্দে মেতেছে পুরো শাখারিবাজার। রোদের রঙটা একটু গাঢ় হতেই, নানা বয়সী ছেলেমেয়ে বালতি আর পিচকারী হাতে নেমে পড়েন রাস্তায়।

'দোল' হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও, রাজধানীর নানা অংশ থেকে রঙের খেলায় যোগ দিয়েছেন ধর্ম-বর্ন নির্বিশেষে অনেকে। যদিও বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছুটা ভাটা পড়ে সে আয়োজনে। বাড়ানো হয় বিভিন্ন এলাকার নিরাপত্তা।

শুক্রবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় হোলি উৎসবের আনুষ্ঠানিকতা। ধর্মীয় শাস্ত্র মতে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উদযাপন করা হয়। এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল উৎসবের শুরু।

গো নিউজ২৪/এমআর

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস