ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফারহানা হোসেনের নিষুপ্ত নিষাদ বাংলা একাডেমি বইমেলায়


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ১২:০৩ এএম
ফারহানা হোসেনের নিষুপ্ত নিষাদ বাংলা একাডেমি বইমেলায়

জীবনকে নানভাবে নানাচোখে দেখার জন্য অনুভূতিপ্রবণ মন থাকতে হয়। যাতে মিশে যায় কিছু না বলা অভিমান, কিছু সুপ্ত চাওয়া, কিছু অভিলাস, কিছু প্রবঞ্চনা। তবু মানুষ বাচতে চায়, গতিময় পথ চলাতে ভাঙ্গা-গড়া নিয়ে এগিয়ে যাওয়া মন, নিজেই কখনো নিজের কাছে রহস্যময়ী হয়ে ওঠে। ফারাহানা হোসেনের  'নিষুপ্ত নিষাদ' কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় রয়েছে এই ধরনের ভাবাবেগের বহিঃপ্রকাশ। 

জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ, বেদনা কবিতার চরণে ফুটিয়ে তুলবার অসামান্য শিল্পী তিনি। কাব্যিক চেতনার নান্দনিক উপস্থাপন করতে গিয়ে কবি লেখেন - 'বৃষ্টিতে ধুয়ে নিয়ে যায় চিন্তার সীমাবদ্ধতাগুলো, মৃত হয়ে আমি মরতে মরতে বাঁচার আশায় ভাসি'। 

ফারহানা হোসেনের এই কবিতার বইয়ে মোট ৬৪টি কবিতা রয়েছে। এর প্রচ্ছদ করেছেন সাইফ আলি এবং এটি প্রকাশিত হয়েছে অন্যধারা পাবলিকেসন্স থেকে। ৬৪ পৃষ্ঠার এই বইটির মূল্য ১৫০টাকা। অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের অন্যধারা পাবলিকেসন্স এর ১৩০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। 

'নিষুপ্ত নিষাদ' কাব্যগ্রন্থের কিছু উল্লেখযোগ্য কবিতা হলঃ দুর্বোধ্য, বেহিসেবী প্রেম, মেঘরোদ্দুর, সময়, লুকোচুরি, সীমানায় শূন্যতা, ভালবাসি, দ্বিজ, স্বেচ্ছামৃত্যু, রক্ষিতা, ইচ্ছেঘুড়ি, বিপরীত প্রণয়, নিষুপ্ত নিষাদ ইত্যাদি। 

ফারহানা হোসেনের জন্ম ৩১ অক্টোবর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর করেন। তিনি হোপ একাডেমী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে জনসংযোগ পরিচালক পদে আছেন। মেধার বিকাশ সাধনে পড়ালেখা তাঁর ভাল লাগে বরাবর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস তাঁর প্রিয় কবি। 'নিষুপ্ত নিষাদ' তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'উত্তরী হাওয়া' প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলায়। 

গো-নিউজ২৪/বিএস 

 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস