ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একুশে বইমেলায় ইকতিজা আহসানের তৃতীয় কবিতার বই


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১১:১৭ পিএম
একুশে বইমেলায় ইকতিজা আহসানের তৃতীয় কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে কবি ও গল্পকার ইকতিজা আহসানের তৃতীয় কবিতার বই 'অনেক রেখার একটি পাতা' প্রকাশিত হয়েছে। মোট ৫০টি কবিতা সম্বলিত এই বইটি প্রকাশিত হয়েছে 'প্রান্তস্বর' থেকে। বইয়ের প্রচ্ছদ করেছেন হুয়ান মিরোর চিত্রকর্ম অবলম্বনে জহির হাসান। ৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা।

বইটির উল্লেখযোগ্য কিছু কবিতা হলঃ প্রজাপতি, চলে যাওয়া, মায়া, সর্সারি, সুষমা বাড়ি নেই, মধুর কেন্টিনের টেবিল, বাস্তুচ্যুত, সুবর্ণা, কোমল ডানার পাখি, অনেক রেখার একটি পাতা, আত্মা, শূন্য, বর্ষাক্রান্ত কেয়ার কথকতা ইত্যাদি। 

'অনেক রেখার একটি পাতা' বইটি পাওয়া যাবে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণে লিটল ম্যাগাজিন চত্বরে 'প্রান্তস্বর'- এর ৯৪ নম্বর স্টলে।ইকতিজা আহসানের প্রকাশিত অন্য বইগুলো হলো- প্রথম কাব্যগ্রন্থ: মাটিলগ্ন ঘুম, যা প্রকাশিত ২০০৮ সালে বাঙলায়ন থেকে, দ্বিতীয় কাব্যগ্রন্থ: অনপেক্ষ রসুনের ঝাঁজ প্রকাশিত হয় ২০১১ সালে আবহমান থেকে। এছাড়াও তাঁর গল্পগ্রন্থ: দরগাতলার বটগাছ (প্রকাশক: প্রান্তস্বর, ২০১৪)। অনুবাদ প্রবন্ধ: ফ্রয়েড আধুনিকতা উত্তর-ঔপনিবেশিক সন্ত্রাস ও অন্যান্য প্রবন্ধ (প্রকাশক: র‌্যামন পাবলিশার্স, ২০১৬)।

কবি ও গল্পকার ইকতিজা আহসানের  জন্ম বরিশাল সদরের চরবাড়িয়া ইউনয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি মাসিক পত্রিকা 'বিবিধ' ও অনিয়মিত লিটলম্যাগ 'প্রান্তস্বর'-এর সম্পাদক।

গো-নিউজ২৪/বিএস

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস