ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরিদ ছিফাতুল্লাহর প্রথম কবিতার বই ‘রোদ বুনি ছায়াপথে’


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৮, ১০:০৮ পিএম
ফরিদ ছিফাতুল্লাহর প্রথম কবিতার বই ‘রোদ বুনি ছায়াপথে’

ফরিদ ছিফাতুল্লাহ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিপণন এবং বিক্রয় বিভাগে কর্মরত আছেন। পেশাগত কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে লেখালেখি করেন। মানুষের সাথে জীবন ও জগত সম্পর্কে নিজের ভাবনা বিনিময়ের মাধ্যম মনে করেন লেখালেখিকে । ‘কবি’ পদবাচ্যে নয় কবিতাকর্মী ভাবেন নিজেকে। মর্ত্যজীবনে বিশ্বাসী এই কবির কাব্যগ্রন্থ ‘রোদ বুনি ছায়াপথে’ বেরিয়েছে এবছর বইমেলায়।

বইটি পাওয়া যাচ্ছে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে লিটল ম্যাগ চত্বর লাগোয়া বাংলাদেশ রাইটার্স ক্লাবের ১৬ নম্বর স্টলে। এটি বাংলাদেশ রাইটার্স ক্লাবের অঙ্গপ্রতিষ্ঠান 'লেখক প্রকাশ' এর প্রথম প্রকাশনা। ফরিদ ছিফাতুল্লাহরও এটি প্রথম গ্রন্থ।

বইটির ফ্ল্যাপ লিখেছেন ‘জাতিসত্তার কবি’ মুহম্মদ নূরুল হুদা এবং প্রচ্ছদ করেছেন মাসুম হাসান। পাঠকদের জন্য বইটির মূল্য ২০০ টাকা। অধিকাংশই প্রেমের কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি। স্থান পেয়েছে মোট ৫৪টি কবিতা। বিষয় বৈচিত্রে এই সময়ের প্রাযুক্তিক প্রেম ধরা পড়েছে অধিকাংশ কবিতায়। নর-নারীর মানবীয় প্রেমে আধুনিক তথ্য-প্রযুক্তি, সামাজিক মাধ্যম ইত্যাদির অনুষঙ্গগুলো স্থান পেয়েছে। 

তিনি নিজেকে অনন্ত অসীম একরৈখিক এক কালরেখাপথের যাত্রী হিসেবে নিজের চিন্তাদর্শন নিয়ে হাজির হয়েছেন তার 'রোদ বুনি ছায়াপথে' কাব্যগ্রন্থে। প্রেমের সঙ্গে প্রকৃতিও স্থান পেয়েছে কিছু কবিতায়। এছাড়া বঙ্গবন্ধু, জাতীয় সংগীত, বাবা-মা, হলি আর্টিজানের উপর আছে কয়েকটি কবিতা।

ফরিদ ছিফাতুল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কক্সবাজার শাখায় কর্মরত। তাঁর জন্ম রংপুরে। তাঁর ভাষায়, "আমি আসলে রংপুরে বেড়ে উঠেছি। আমাদের বাসাটা রংপুর শহরের এক প্রান্তে  হওয়ায় গ্রাম ও শহর দুই রকমের পরিবেশই পেয়েছি আমি ।স্কুল এবং কলেজ জীবন রংপুরেই কেটেছে। তারপর জাহাঙ্গীরনগরে প্রত্নতত্ত্ব পড়েছি ১বছর । তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়েছি।"

পেশাগত কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকেই লেখালেখি করেন তিনি। লেখালেখিকে মানুষের সঙ্গে জীবন ও জগত সম্পর্কে নিজের ভাবনা বিনিময়ের মাধ্যম মনে করেন। চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন আঞ্চলিক পত্রপত্রিকাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় তার অসংখ্য কলাম ছাপা হয়েছে। তিনি পছন্দ করেন কবি নির্মলেন্দু গুণ,শামসুর রাহমান, মহাদেব সাহা,শহীদ কাদরী, সৈয়দ শামসুল হকের লেখা। এছাড়া তাঁর পছন ঘুরাঘুরি করা। ঘুরতে ঘুরতে মানুষ ও প্রকৃতি দেখা। 

গো-নিউজ২৪/বিএস

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস