ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে পাটের ফলন ভাল, দামেও খুশি কৃষক


গো নিউজ২৪ | শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ১০:০৪ পিএম
মির্জাপুরে পাটের ফলন ভাল, দামেও খুশি কৃষক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পাটের লক্ষমাত্রা অল্পের জন্য অর্জিত না হলেও ফলন ভাল এবং দামে খুশি কৃষক। কৃষি বিভাগও পাট চাষের প্রতি কৃষকের আগ্রহ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

চলতি বছর মির্জাপুর উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। সর্বশেষ হিসেবে অর্জন হয় ৮৪০ হেক্টর। অল্পের জন্য লক্ষমাত্রা অর্জন না হলেও চলতি বছর মির্জাপুরে পাটের ফলন ভাল হয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। মির্জাপুরের বিভিন্ন হাটে-বাজারে পাট বিক্রি হচ্ছে ১৫শ’ থেকে ১৮শ’ টাকা মণ দরে। পাটের এই দাম পেয়ে কৃষকরা খুশি বলে বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।

মির্জাপুরের পাট চাষী

এবছর স্বাভাবিক বর্ষা হওয়ায় পাট কাটা, জাগ দেওয়া, শুকানো এবং বাজারজাত করা কৃষকদের পক্ষে অনেকটাই সহজ হয়েছে বলেও জানা গেছে। এখন এলাকার সর্বত্র চলছে পাট কাটা, জাগ দেওয়া, পাটের আশ ছাড়ানো, শুকানো এবং বাজারজাত করা।

পুষ্টকামুরী গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, এবছর পাট চাষের উপযোগী পরিবেশ আছে। সরকারি সহযোগিতা পেলে উৎপাদন খরচ আরো কম হত। যেহেতু সরকারি সহযোগিতা পাইনি তাই পাটের দাম আর একটু বেশি হলে ভাল হত।

সোনালী আঁশ

চরবিলসা গ্রামের কৃষক খালেক ও রশিদ বলেন, এবছর পাট চাষ করে পাটের দাম যা পেয়েছি তাতে আমরা খুশি। তবে পাট চাষে সরকারি সহযোগিতা পেলে আরো সুবিধা হত।

পাটের বাম্পার ফলন

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, মির্জাপুরে এবছর পাটের ফলন ভাল হয়েছে। পাটের দামে কৃষকরা খুশি। পাট অধিদপ্তরের ঘোষিত সহযোগিতা পেলে কৃষকদের উৎপাদন খরচ আরো কম হত। তাবে কৃষি বিভাগ চেষ্টা করছে কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়াতে।

গো নিউজ২৪/আই

কৃষি ও প্রকৃতি বিভাগের আরো খবর
আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ