ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃক্ষমেলায় নৌকা গাছ, দাম সোয়া লাখ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৩:৪৭ পিএম আপডেট: জুলাই ২৮, ২০১৯, ০৯:৪৭ এএম
বৃক্ষমেলায় নৌকা গাছ, দাম সোয়া লাখ

বরিশালে জমে উঠতে শুরু করেছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে মেলা প্রাঙ্গন।

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপকূলীয় অঞ্চল আয়োজিত এ বৃক্ষমেলা শুরু হয় ২৫ জুলাই। চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

মেলার বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা ফলজ, বনজ ও ফুলের নানা গাছের মধ্যে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব। ভিন্নতার সূত্র ধরেই মেলায় একটি গাছের দাম হাকা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। অবাক করার মতো দাম হলেও গাছটিকে ঘিরে ক্রেতাদের কৌতূহলের শেষ নেই।

ছোট ছোট পাতার মাঝারি আকারের নৌকার মতো করে সাজানো মালফুজিয়া এটি। এ বছর আয়োজিত বৃক্ষমেলার সবচেয়ে দামি গাছটি মেসার্স নেছারাবাদ নার্সারির স্টলে শোভা পাচ্ছে।

স্টলের কর্মী জানান, মেলায় সবার দৃষ্টি মালফুজিয়া গাছটির দিকে। এ গাছটি পরিচর্যার মাধ্যমে এ রূপে আনতে আমাদের সময় লেগেছে প্রায় ৮ বছর।

মেসার্স নেছারাবাদ নার্সারির স্বত্বাধিকারী মানিক হোসেন বাহাদুর বলেন, গাছটি আমার খুব শখের। এর রূপ দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রতিক নৌকার মতো করে।

বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া এই মেলায় বসেছে ২৪টি স্টল। এর মধ্যে ৫টি সরকারি ও বাকি ১৯টি বেসরকারি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত চলে মেলার কার্যক্রম।

গো নিউজ২৪/আই

কৃষি ও প্রকৃতি বিভাগের আরো খবর
আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ