ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাঁসছে ইলিশ, হাসছে জেলে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৭:২২ পিএম
ফাঁসছে ইলিশ, হাসছে জেলে

নিষেধাজ্ঞার দুইমাস অনাহারে অর্ধাহারে কাটালেও দুই মাসের বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। এতে জেলেদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠেছে। উপকূলীয় জেলা ভোলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার হাট-বাজার ইলিশে ভরে গেছে।

সাগরে ৬৫ দিন সব ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দিন ২৪ জুলাই সকাল থেকে জালে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ে। জেলে পাড়ায় এখন আনন্দের জোয়ার। ।ফিশিং ট্রলার মালিক ও মৎস্য আড়তদারদের মুখেও হাসি। 

এদিকে পর্যাপ্ত ইলিশ সরবরাহ থাকায় দামও কমেছে আগের তুলনায়।

উপকূলীয় এলাকার বাজারগুলোতে এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার-১২শ’ টাকায়। একসপ্তাহ আগে যা দ্বিগুণ ছিলো। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পর প্রচুর ইলিশ ধরা পড়ায় দামও নাগালের মধ্যে। তাই আড়তদার, পাইকার, খুচরা বিক্রেতা সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। দাম কমায় মৌসুমে টাটকা ইলিশের স্বাদ নিতে খুলনার সবচেয়ে বড় এ আড়তে প্রতিদিন মাছ কিনতে হাজারও ক্রেতা ভিড় করছেন।

আড়তদাররা জানান, সপ্তাহখানেক আগেও যে ইলিশের দাম নাগালের বাইরে ছিলো, এখন তা অনেকটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে।

গো নিউজ২৪/আই

কৃষি ও প্রকৃতি বিভাগের আরো খবর
আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ