ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় পেঁয়াজের বাম্পার ফলন, তবে কম দামে হতাশ কৃষক 


গো নিউজ২৪ | মো. মাসুদ রানা, পাবনা প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৭:০০ পিএম আপডেট: মার্চ ২৫, ২০১৯, ০৭:০১ পিএম
পাবনায় পেঁয়াজের বাম্পার ফলন, তবে কম দামে হতাশ কৃষক 

উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা সুজানগরের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। সুজানগর পৌর হাটসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যাপক পেঁয়াজ আমদানী হচ্ছে। আর নতুন এ পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে পাঁচশত থেকে ৬ শত টাকা মণ দরে ।গত বছর এই পেঁয়াজ বিক্রি হয়েছে ১২’শ থেকে ১৫’শ টাকা মণ দরে।

সুজানগর উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা যায়, এবার এই উপজেলায় সাড়ে ১৬ হাজার ২’শ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আর অনুকুল আবহাওয়া ও সঠিক সময়ে সার-বিজ দিতে পারায় কৃষকরা প্রতি বিঘা জমি থেকে ৬০ থেকে ৮০ মণ পর্যন্ত পেঁয়াজ ঘরে তুলতে পারবে বলে ধারণা করা হচ্ছে।  

হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, পেঁয়াজ উৎপাদন করতে প্রতি বিঘায় তাদের শ্রমিক, সার ও দানাসহ খরচ হয় ১৬ থেকে ১৮ হাজার টাকা আর বর্তমানে যে দামে তারা পেঁয়াজ বিক্রি করছে তাতে ব্যাপক লোকসান হওয়ায় হতাশ তারা। 

উপজেলার ভাঁয়না ইউনিয়নের দূর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষী কামরুজ্জামান বলেন, আমি প্রায় ৯০ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছি কিন্তু বর্তমানে পেঁয়াজের যে দাম তাতে উৎপাদন খরচ উঠবে কিনা চিন্তায় রয়েছি।

পেঁয়াজ ব্যবসায়ী রন্তম আলী জানান, এই উপজেলার গাজনার বিল এলাকায় যেহেতু সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে আর তাই বিলের আশপাশ এলাকা বোনকোলা, দুলাই, শ্যমগঞ্জ ও পৌর হাট-বাজারেই সবচেয়ে বেশি পেঁয়াজের আমদানি হয়। এই উপজেলা থেকে পেঁয়াজ কেনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার জানান, নতুন এ পেঁয়াজ উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করায় এখন থেকে আস্তে আস্তে পেঁয়াজের দাম আরো কিছুটা কমবে। বর্তমানে কিছু কৃষক মাঠ থেকে পেঁয়াজ তুলছে তবে আগামী সপ্তাহ থেকে উপজেলা সকল মাঠ থেকেই পুরোদমে কৃষকেরা পেঁয়াজ তোলা শুরু করবেন।

উল্লেখ্য, সুজানগরের এই পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন।

গো নিউজ২৪/আই

কৃষি ও প্রকৃতি বিভাগের আরো খবর
আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

আলমডাঙ্গায় নতুন জাতের ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

বিরল রেড কোরাল সাপটির চিকিৎসা যেভাবে হচ্ছে

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

দুর্গন্ধহীন ও পরিবেশবান্ধব দেশি মুরগি পালনে সফলতা

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

দেশে মনিপুরী ইলিশ চাষ করলেই ব্যবস্থা

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ

ছোট পরিবারের জন্য এলো নতুন জাতের লাউ