ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আইপিএল খেলতে মুস্তাফিজকে বিসিবির সম্মতি


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৬, ০১:০৬ পিএম
আইপিএল খেলতে মুস্তাফিজকে বিসিবির সম্মতি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগে থেকেই ভারতের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলে আসছেন।

আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের ৯ম আসরের নিলাম। আর এই নিলামে বাংলাদেশি চার ক্রিকেটার তামিম ইকবাল সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেবে কি না সেটি নিয়ে বেশ কিছুদিন ধরেই শঙ্কা সবার মনে ছিল।

মুস্তাফিজ ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য জন্য সুসংবাদ, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, টি ২০ সবচেয়ে দামী আসর আইপিএলে খেলতে বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজকে কোনো রকম বাধা দেবে না বোর্ড।

বিসিবির এক শীর্ষ পর্যায়ের এক সূত্রে জানা যায়, মুস্তাফিজ ফিট থাকলে এপ্রিলে অনুষ্ঠেয় আইপিএলে খেলতে তার কোনো বাধা নেই। ‘যদি মুস্তাফিজ আইপিএলের কোনো দলে জায়গা করে নেয়, তবে আমরা তাকে খেলতে বাধা দেবো না। টি-টুয়েন্টি বিশ্বকাপের পরই আইপিএল অনুষ্ঠিত হবে। সুতরাং সে ফিট থাকলে তাকে বাধা দেয়ার কোনো কারণই নেই।’

আইপিএলে খেলার সুযোগ পেলে মুস্তাফিজ বিশ্বমানের তারকাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করার সৌভাগ্য অর্জন করতে পারবেন। নতুন অনেক কিছুই শিখতে পারবেন এবং নিজের অভিজ্ঞতার ভাণ্ডার আরও সমৃদ্ধ করতে পারবেন। এসব কারণেই তাকে আইপিএল খেলার অনুমতি দেয়া উচিত বলে মনে করেন জালাল ইউনুস।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে আইপিএল, বিপিএল ও সিপিএলের আদলে পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। টি-টোয়েন্টি ফর্মেটে সাকিব-তামিমদের সাথে দল পেয়েছেন বাংলাদেশের পেস আক্রমণের নতুন বিস্ময় মুস্তাফিজুর রহমান। কিন্তু আগামী কয়েক মাসের টানা ক্রিকেট সূচির কারণে মুস্তাফিজকে পিএসএলে খেলার অনুমতি দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ